ইউপিএ সরকার উত্তর-পূর্বের মানুষের সঙ্গে বঞ্চনা করেছে, ইম্ফলে অভিযোগ মোদীর

কেন্দ্রের অবহেলাতেই উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়ন হয়নি। বেড়েছে বিচ্ছিন্নতাবাদ, অনুপ্রবেশের মতো নানা সমস্যা। ইম্ফলের সভায় বললেন নরেন্দ্র মোদী। মণিপুরের অনুন্নয়নের জন্য রাজ্যের কংগ্রেস সরকারকেও দায়ী করেন তিনি। মোদী বলেন, "কংগ্রেস সরকার উত্তর-পূর্বে দিকে নজর দিতে ব্যর্থ।" কেন্দ্রের মানুষ সেখানকার মানুষের সঙ্গে বিঞ্চনা করছে বলে অভিযোগ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

Updated By: Feb 8, 2014, 02:37 PM IST

কেন্দ্রের অবহেলাতেই উত্তর-পূর্বাঞ্চলে উন্নয়ন হয়নি। বেড়েছে বিচ্ছিন্নতাবাদ, অনুপ্রবেশের মতো নানা সমস্যা। ইম্ফলের সভায় বললেন নরেন্দ্র মোদী। মণিপুরের অনুন্নয়নের জন্য রাজ্যের কংগ্রেস সরকারকেও দায়ী করেন তিনি। মোদী বলেন, "কংগ্রেস সরকার উত্তর-পূর্বে দিকে নজর দিতে ব্যর্থ।" কেন্দ্রের মানুষ সেখানকার মানুষের সঙ্গে বিঞ্চনা করছে বলে অভিযোগ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চল থেকে রাজ্যসভায় নির্বাচিত। তারপরও অবহেলিত রয়ে গেছে উত্তর-পূর্বের উন্নয়ন। ইম্ফলের জনসভায় মনমোহন সিংকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী।

মোদীর জনসভার বিরোধিতায় আজ বন্ধের ডাক দেয় বিভিন্ন জঙ্গি সংগঠন। ইম্ফলে নির্বাচনী প্রচারে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভাবাবেগ ছুঁতে চাইলেন নরেন্দ্র মোদী। বললেন, "দিল্লিতে নিডো তানিয়ামের মৃত্যু জাতীয় লজ্জা।"

.