নিজস্ব প্রতিবেদন: করোনার (Corona) দ্বিতীয় তরঙ্গের মোকাবিলায় ক্ষুদ্র-কনটেনমেন্ট জোন ও পরীক্ষা বাড়ানোর উপরে জোর দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর পাশাপাশি বাড়াতে হবে টিকাকরণ। মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন,'করোনার এই পর্বে তীব্র গতিতে বাড়তে পারে। যত বেশি পরীক্ষা করা হবে, তত মঙ্গল। ক্ষুদ্র কনটেনমেন্ট জোন করা উচিত।'
গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। সকালের পরিসংখ্যান বলছে, ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ১.২৬ লক্ষ। এই প্রেক্ষাপটে এ দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই বৈঠকে তিনি বলেন,'করোনা পরীক্ষা বৃদ্ধি করতে হবে। করোনা পরীক্ষা (Covid Test) এমন বাড়াতে হবে যাতে সংক্রমণের হার ৫ শতাংশের নীচে চলে আসে। আরটি-পিসিআর পরীক্ষা বাড়িয়ে অন্তত ৭০ শতাংশে নিয়ে যেতে হবে। ভাইরাসকে চিহ্নিতকরণ করে লড়াই করাই একমাত্র রাস্তা।' লকডাউনের আর দরকার নেই বলে ইঙ্গিত দেন মোদী। তাঁর কথায়,'একটা সময়ে করোনা মোকাবিলার ব্যবস্থাপনা ছিল না। বাধ্য হয়ে লকডাউন ঘোষণা করতে হয়েছিল। এখন ছোট ছোট কনটেনমন্ট জোন তৈরি করা উচিত।'
এর পাশাপাশি নাইট কার্ফুর পক্ষেও সওয়াল করেন মোদী। তাঁর কথায়,'রাত্রিকালীন কার্ফুর গুরুত্ব মেনে নিয়েছে গোটা বিশ্ব। এই কার্ফু মানুষকে মনে করিয়ে দেয়, তাঁরা করোনা সময়কালে রয়েছে। রাত্রিকালীন কার্ফুকে 'করোনা কার্ফু' হিসেবে প্রচার করা যেতে পারে। এতে কাজকর্মের খুব বেশি লোকসানও হয় না।'
টিকাকরণে গতি বাড়ানোর উপদেশও দেন মোদী (PM Modi)। তাঁর কথায়,'করোনার টিকা নষ্ট করা চলবে না। সঠিকভাবে টিকা ব্যবহার করতে হবে। কনটেনমেন্ট জোনে প্রতিটা ব্যক্তির টিকাকরণ করতে হবে। এতে করোনা সংক্রমণ রোখা সম্ভব। ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলিতে টিকা উৎসবের আয়োজন করা যেতে পারে। ভারত সরকার যতটা বেশি সম্ভব ভ্যাকসিন পাঠিয়ে দেবে।'
11 अप्रैल यानि ज्योतिबा फुले जी की जन्म-जयंती से लेकर 14 अप्रैल, बाबासाहेब की जन्म-जयंती के बीच हम सभी 'टीका उत्सव' मनाएं।
एक विशेष अभियान चलाकर ज्यादा से ज्यादा Eligible लोगों को वैक्सीनेट करें। pic.twitter.com/Xk6V9z1ECZ
— Narendra Modi (@narendramodi) April 8, 2021
কোভিড টিকা নেওয়ার পর দায়িত্বজ্ঞীন হওয়া চলবে না বলেও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। মাস্ক ও অন্যান্য বিধি মেনে চলতে হবে বলে জানান তিনি।
আরও পড়ুন- আবার লকডাউনের ধান্ধা ছিল, দিইনি: Mamata; দরকার নেই, স্পষ্ট করলেন Modi
করোনা কার্ফু, পরীক্ষা, টিকা উৎসব ও কনটেনমেন্ট জোন, Covid-দাওয়াই PM Modi-র