আবার লকডাউনের ধান্ধা ছিল, দিইনি: Mamata; দরকার নেই, স্পষ্ট করলেন Modi

করোনা (Corona) পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

Updated By: Apr 8, 2021, 10:35 PM IST
আবার লকডাউনের ধান্ধা ছিল, দিইনি: Mamata; দরকার নেই, স্পষ্ট করলেন Modi

নিজস্ব প্রতিবেদন: ফের লকডাউন করতে চাইছিল কেন্দ্রীয় সরকার। বেহালার সভায় দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তেমন সম্ভাবনা খারিজ করে দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। স্পষ্ট করলেন, এখন আর লকডাউনের দরকার নেই। 

এ দিন বেহালার সভায় মমতা (Mamata Banerjee) বলেন,'বিক্রি করা, লকডাউন, গ্যাসের দাম, পেট্রোলের দাম বাড়ানো ছাড়া আর কিছু করেছে! লকডাউন আবার করার ধান্ধা ছিল। আমি বলেছি, এখানে করব না। যাতে লোকে বেরোতে না পারে। বুঝুন চালাকি!'

মমতা এহেন অভিযোগ করলেও নতুন করে লকডাউনের প্রয়োজন নেই বলে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি বলেন,'প্রথম দিকে চেয়ে আমাদের অবস্থা ভালো। করোনা মোকাবিলায় অভিজ্ঞতাও সঞ্চয় করেছি। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। শুরুর দিকে করোনা মোকাবিলায় ব্যবস্থাপনা ছিল না। সে কারণে লকডাউন ঘোষণা করতে হয়েছিল। এখন আর দরকার নেই।' মাইক্রো কনটেনমেন্ট জোন ও রাত্রিকালীন কার্ফুর পক্ষে সওয়াল করেছেন মোদী। তাঁর কথায়, 'মাইক্রো কনটেনমেন্ট জোন করা দরকার। রাত্রিকালীন কার্ফু বলবৎ করা হয়েছে। এতে কাজকর্মের তেমন লোকসান হয় না। একে করোনা কার্ফু বলা যেতে পারে।' 

আরও পড়ুন- Bengal Election 2021: ত্রিশঙ্কু হলে কি Mamata-কে সমর্থন? অধীর-রাস্তায় হাঁটলেন না Surjya Kanta

.