বিস্ফোরণে ধ্বংস নাসার রকেট, নষ্ট ২০০ মিলিয়ন ডলারের মূল্যবান যন্ত্রপাতি
ওয়েব ডেস্ক: উত্ক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হল নাসার রকেট। মহাকাশে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রে পৌছনোর আগেই নষ্ট হল বেশ কিছু রসদ। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমেরিকার পূর্ব ভার্জিনিয়া উপকূলে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, মহাকাশে গবেষণা কেন্দ্রে রসদ পৌছে দেওয়ার জন্য একটি বেসরকারি সংস্থার ওই রকেটটি নাসা ভাড়া নিয়েছিল।
নাসার মুখপাত্র জানিয়েছেন, উত্ক্ষেপণ পর্বেই সম্ভবত কোনও ভুল হয়েছিল। কী কারণে এই অঘটন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির হিসাব কষাও চলছে। ২০০ মিলিয়ন ডলারের মূল্যবান যন্ত্রপাতি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তার প্রাথমিক তদন্তে নেমে বেশ ধন্দে তদন্তকারী দল।