স্বাধীন ভারতের প্রথম জঙ্গি নাথুরাম গড়সে, দলের সভায় মন্তব্য কমল হাসানের
বৈচিত্রময় ভারতের পক্ষ সওযাল করে রবিবার কমল হাসান বলেন, দেশের অধিকাংশ মানুষ চান তেরঙ্গার তিন রঙ বজায় থাকুক
নিজস্ব প্রতিবেদন: নিজের দলের প্রার্থীর নির্বাচনী প্রচারে নেমে সরাসরি সংঘ পরিবারকেই আক্রমণ করলেন অভিনেতা কমল হাসান। রবিবার এক নির্বাচনী সভায় তিনি বলেন, নাথুরাম গডসে স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী।
আরও পড়ুন-‘‘দেশের ধর্মীয় ঐতিহ্যে কালি লেপতেই ‘হিন্দু সন্ত্রাস’-এর ষড়যন্ত্র করেছিল কংগ্রেস’’
তামিলনাড়ুর আরাভাকুরিচি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে কমল হাসানের দল মাক্কাল নিধা মাইয়াম। সেখানেই তিনি বলেন, স্বাধীণ ভারতের প্রথম জঙ্গি একজন হিন্দু। তার নাথুরাম গডসে। এই এলাকায় মুসলিম ভোটারদের কথা মাথায় রেখে একথা বলছি না। গান্ধীর খুনের কথাই এতদিন পরে তুলছি।
উল্লেখ্য, ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর এবার প্রকাশ্যেই নাথরাম গডসের হয়ে সওয়াল করছে আরএসএস ঘেঁসা বিজেপির একাংশ। নাথুরাম গডসের মন্দিরও তৈরির চেষ্টা হয়েছে।
আরও পড়ুন-ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত গড়বেতা, রাতভর লড়াইয়ে তিরবিদ্ধ তৃণমূল কর্মী
বৈচিত্রময় ভারতের পক্ষ সওযাল করে রবিবার কমল হাসান বলেন, দেশের অধিকাংশ মানুষ চান তেরঙ্গার তিন রঙ বজায় থাকুক। ভারতীয় হিসেবে আমি গর্বিত। বুক চাপড়ে একথা বলতে পারি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে কমল হাসানের দল এমএনএম। রাজ্য বিধানসভার একটি আসনের উপনির্বাচনে এবার এমএনএম লড়াই করছে টর্চ চিহ্নে। দলের প্রার্থীর প্রচরে নেমেছেন জোর কদমে।