খাদ্য সুরক্ষা আইনের প্রয়োগ ১ বছর পিছিয়ে দেওয়া হল
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রয়োগ পিছিয়ে গেল এক বছর। চলতি বছরের ৫ জুলাই থেকে এই আইনের প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের প্রয়োগ পিছিয়ে গেল এক বছর। চলতি বছরের ৫ জুলাই থেকে এই আইনের প্রয়োগ শুরু হওয়ার কথা ছিল।
দেশের ৮০ কোটি গরীব মানুষদের মধ্যে ব্যপক ভর্তুকি সহ খাদ্য শস্য পৌঁছে দেওয়াই ছিল খাদ্য সুরক্ষা আইনের মূল উদ্দেশ্য।
বর্তমান কেন্দ্রীয় সরকার জানিয়েছে রাজ্য স্তরে খাদ্য শস্য বণ্টনের পর্যাপ্ত পরিকাঠামো না থাকার জন্যই পিছিয়ে দেওয়া হল এই আইনের প্রয়োগ।
যদিও কিছু রাজ্য ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে এবং রাজ্য গুলির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে মোটেও তারা এই ব্যবস্থা থেকে পিছু হটবে না।