সুকমায় নকশাল হামলা, মৃত ১১ আধা সামরিক জওয়ান
বড় মাপের নকশাল হামলা ঘটল ছত্তিশগড়ের সুকমা জেলায়। প্রাণ হারিয়েছেন মোট ১১ জন আধা সামরিক জওয়ান। আজ সকাল ৯টা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে।
ওয়েব ডেস্ক : বড় মাপের নকশাল হামলা ঘটল ছত্তিশগড়ের সুকমা জেলায়। প্রাণ হারিয়েছেন মোট ১১ জন আধা সামরিক জওয়ান। আজ সকাল ৯টা নাগাদ এই হামলার ঘটনাটি ঘটে।
সেই সময় ভেজ্জি ও কুট্টাচেরুর মধ্যে সংযোগকারী একটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানেই গুলি চালায় হামলাকারীরা। ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন আধা সামরিক জওয়ান। নিরাপত্তারক্ষীদের সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র লুট করে চম্পট দেয় হামলাকারীরা।
হামলার কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমবেদনা জানান মৃত জওয়ানদের পরিবারের প্রতি। সুকমার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা হয় তাঁর। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজনাথ সিং সুকমা যেতে পারেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Saddened by the killing of CRPF personnel in Sukma. Tributes to the martyrs & condolences to their families. May the injured recover quickly
— Narendra Modi (@narendramodi) March 11, 2017
Spoke to Home Minister @rajnathsingh Ji on the situation in Sukma. He is going to Sukma to take stock of the situation.
— Narendra Modi (@narendramodi) March 11, 2017
আরও পড়ুন, কে হবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী? উঠে আসছে ৫টি নাম