Gaya Naxal Attack: গয়ায় মাওবাদীদের হত্যালীলা! ৪ গ্রামবাসীকে নৃশংস খুন, গাছে ঝোলান দেহ
পুলিসি চর সন্দেহে 'শাস্তি'
নিজস্ব প্রতিবেদন: মার্চ মাসেই পুলিসি এনকাউন্টারে বিহারের (Bihar) নকশাল অধ্যুষিত (Naxals) দুমারিয়ায় মৃত্যু হয় চার মাওবাদীর। এবার সেই ঘটনারই নৃশংস বদলা নিল মাওবাদীরা (Maoists)। গয়ার (Gaya) দুমারিয়ায় মানউয়ার গ্রামে পুলিসি চর সন্দেহে একই পরিবারের চারজনকে তুলে নিয়ে গিয়ে খুন (Murder) করে গাছে ঝুলিয়ে দেয় তারা। ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে দুটি বাড়িও উড়িয়ে দেওয়া হয়। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।
পুলিস সূত্রে খবর, মাওবাদীদের গতিবিধি নিয়ে পুলিসের চর হিসেবে কাজ করছিল এই সন্দেহেই চারজনকে হত্যা করেছে মাওবাদীরা। সরযূ সিং ভক্ত নামে এক গ্রামবাসীর বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। তাঁর দুই ছেলে সতেন্দ্র সিং ভক্ত ও মহেন্দ্র সিং ভক্ত, স্ত্রী সহ আরও একজন মহিলাকে হত্যা করে মাওবাদীরা।
আরও পড়ুন: Sattvik Trains: তীর্থস্থানে ছুটবে নিরামিষ স্পেশাল ট্রেন! শীঘ্রই ব্যবস্থা আনছে IRCTC
সংবাদসংস্থা এএনআইকে স্থানীয় গ্রামবাসী জয়রাম সিং ভক্ত জানান, কমপক্ষে ২০ থেকে ২৫ জন মাওবাদীরা এদিন গভীর রাতে এসেছিল। তবে এর আগে মার্চেই মাওবাদীরা ঐ পরিবরাকে হুমকি দিয়ে গিয়েছিল বলে জানান তিনি।
আরও পড়ুন: Tripura: রেয়াত নয়, তৃণমূল প্রার্থী দেখলেই তাড়া করুন, বিপ্লব দেবের উপস্থিতিতে নিদান বিজেপি বিধায়কের
Gaya, Bihar | In Maun Bar village of Dumaria, around 20-25 Naxals hanged 4 villagers, bombed their house & shouted death slogans. Earlier, they came in March to threaten: Jairam Singh Bhokta, a villager pic.twitter.com/NaWeXBiKhi
— ANI (@ANI) November 14, 2021
চারজনকে খুন করার পর দেওয়ালে বার্তাও লিখে গিয়েছে নকশালরা। ঘটনার পরেই এলাকায় ছুটে যান CRPF, Cobra বাহিনী, গয়ার সিনিয়র পুলিস সুপার আদিত্য কুমার ও গয়ার পুলিস সুপার রাকেশ কুমার। মাওবাদীদের সন্ধানে গোটা এলাকায় ইতিমধ্যেই জোরদার তল্লাসি চালু করেছে পুলিস।