এনসিটিসি ইস্যুতে এক সুর মোদী-মমতার গলায়

এনসিটিসি ইস্যুতে কার্যত একই সুর পশ্চিমবঙ্গ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর গলায়। এনসিটিসি বাস্তবায়িত হলে ধাক্কা খাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত থাকলেও নিজের বিবৃতিতে একথাই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এনসিটিসি বাস্তবায়িত হলে আরও বিপন্ন হবে অভ্যন্তরীণ নিরাপত্তা।

Updated By: Jun 6, 2013, 09:00 AM IST

এনসিটিসি ইস্যুতে কার্যত একই সুর পশ্চিমবঙ্গ এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর গলায়। এনসিটিসি বাস্তবায়িত হলে ধাক্কা খাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠকে অনুপস্থিত থাকলেও নিজের বিবৃতিতে একথাই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুজরাটের মুখ্যমন্ত্রীর বক্তব্য, এনসিটিসি বাস্তবায়িত হলে আরও বিপন্ন হবে অভ্যন্তরীণ নিরাপত্তা।
ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার বা এনসিটিসি। সন্ত্রাসবাদ মোকাবিলায় এই উদ্যোগকে কী বাস্তবায়িত করতে পারবে ইউপিএ সরকার? বুধবারের বৈঠক কিন্তু সেই লক্ষ্যে ঐকমত্যের কোনও দিশাই দিতে পারল না। বরং প্রবল বিরোধিতা উঠে এল অ-কংগ্রেসশাসিত রাজ্যগুলির দিক থেকে। বৈঠকে অনুপস্থিত থেকেই এনসিটিসি নিয়ে নিজের আপত্তির জায়গাটা আরও একবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রের মাধ্যমে পাঠানো বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্য অনেক রাজ্যের মতো পশ্চিমবঙ্গও মনে করে প্রস্তাবিত এনসিটিসি বাস্তবায়িত হলে ধাক্কা খাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো।
বৈঠকে ঠিক এই বক্তব্য তুলে ধরেই কেন্দ্রকে তুলোধোনা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রীও।
শুধু এনসিটিসি নিয়ে বিরোধিতাতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বৈঠকেও পাঠানো বিবৃতিতে, রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঋণের বোঝা সত্ত্বেও রাজ্য একাধিক নতুন কমিশনারেট গঠন এবং পুলিসকর্মী নিয়োগ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল বলেও উল্লেখ করেছেন তিনি। প্রতিবেশী রাজ্যগুলি থেকে মাওবাদীরা যাতে পশ্চিমবঙ্গে না ঢুকতে পারে সেজন্য রাজ্যের সীমানা সিল করারও প্রস্তাব রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসআই মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির কারণে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

.