আইসিসে কেরলের ১০০ তরুণ, দাবি পুলিসের

পুলিসের হাতে ৩০০ ভয়েস ক্লিপস, মেসেজ

Updated By: Nov 12, 2017, 04:08 PM IST
আইসিসে কেরলের ১০০ তরুণ, দাবি পুলিসের

নিজস্ব প্রতিবেদন: কেরলের ১০০ তরুণ ‌যোগ দিয়েছে আইসিসে। এমনটাই দাবি সেরাজ্যের পুলিসের। দেশে আইসিসের নেটওয়ার্ক ছড়াতে শুরু করে কেরল থেকেই। এ রাজ্য থেকেই এক বছরে ২১ তরুণ উধাও হয়ে ‌যায়। তাতেই টনক নড়ে প্রশাসনের। তদন্তে করে দেখা ‌যায় কেরলের কাসরগড় ও পালাক্কাড জেলা থেকে পালানো তরুণরা যোগ দিয়েছে জঙ্গি সংগঠন আইসিসে।

সম্প্রতি এনিয়ে তদন্ত করতে গিয়ে কমপক্ষে ১০০ তরুণের আইসিসে যোগদানের বিষয়টি নজরে আসে পুলিসের। তাঁদের দাবির সমর্থনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মেসেজ সহ ৩০০ ভয়েস ক্লিপও ‌জোগাড় করেছে পুলিস।

কিছুদিন আগেই এক মহিলার একটি অডিও ক্লিপ হাতে এসেছে কেরল পুলিসের। সেখানে ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর খবর দিচ্ছে অন্য এক আত্মীয়কে। অডিও ক্লিপে ওই মহিলা বলছেন তাঁর স্বামী জিহাদ করতে গিয়ে মারা গেছে। শুধু তাই নয়, তাঁর দুই সন্তান এখনও সিরিয়ায় রয়েছে বলে ওই মহিলা জানিয়েছেন।

পুলিসের হাতে এসেছে কায়ুম নামে আরও এক ‌যুবকের অডিও ক্লিপ। তার কথার সূত্র ধরে আরও ৩ ‌যুবককে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের দাবি, কেরলের ওই তিন ‌যুবক সিরিয়ায় গিয়েছিল। সেখানে তারা জঙ্গি প্রশিক্ষণও নিয়েছে। পুলিস তাদের সিরিয়ায় ‌যাওয়ার টিকিট, ভিসার ফোটোকপি উদ্ধার করেছে।

আরও পড়ুন-অমিত-মুকুল সাক্ষাত, ধর্মতলার তারিফ আমেদাবাদে

.