২০১৮-১৯ বর্ষ থেকে NEET পরীক্ষা হবে উর্দুতেও, নির্দেশ সুপ্রিম কোর্টের

NEET-এর আঞ্চলিক ভাষার তালিকায় যোগ করা হোক উর্দুকেও। কেন্দ্রকে আজ এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে ২০১৮-১৯ বর্ষ থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে উর্দু রাখা বাধ্যতামূলক হল ।

Updated By: Apr 13, 2017, 05:41 PM IST
২০১৮-১৯ বর্ষ থেকে NEET পরীক্ষা হবে উর্দুতেও,  নির্দেশ সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক : NEET-এর আঞ্চলিক ভাষার তালিকায় যোগ করা হোক উর্দুকেও। কেন্দ্রকে আজ এই মর্মে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে ২০১৮-১৯ বর্ষ থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টে উর্দু রাখা বাধ্যতামূলক হল ।

এক আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের NEET পরীক্ষাই উর্দুতে হওয়া নিয়ে শুনানি চলছিল। এবছর পরীক্ষা ৭ মে। বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি এম এম সনতনাগৌদরের বেঞ্চ বলেন, এই বছর নতুন করে আঞ্চলিক ভাষার তালিকায় উর্দুকে সংযুক্ত করা সম্ভব নয়। তবে ২০১৮-১৯ বর্ষ থেকে NEET উর্দুতেও হবে।

CBSE-র নিয়ম অনুযায়ী, NEET এখন হয় ১০টি ভাষায়। হিন্দি, ইংরেজী, অসমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু, ওড়িয়া ও কন্নড়।

আরও পড়ুন, চা ব্যবসায়ীর মেয়ের বিয়েতে যৌতুক 'উড়ছে' ১.৫ কোটি!

.