ভূমিকম্পে সব খুইয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে নেপাল

কারও বাড়ি-ঘর সব গেছে। কারও ভাগ্য অতটা খারাপ নয়। কিন্তু, ঘরে ফেরার সাহস নেই। খোলা আকাশের নীচে এক হয়ে গেছে ওঁদের দিন-রাত।  

Updated By: Apr 26, 2015, 10:30 PM IST
ভূমিকম্পে সব খুইয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে নেপাল

ওয়েব ডেস্ক: কারও বাড়ি-ঘর সব গেছে। কারও ভাগ্য অতটা খারাপ নয়। কিন্তু, ঘরে ফেরার সাহস নেই। খোলা আকাশের নীচে এক হয়ে গেছে ওঁদের দিন-রাত।  

১০ লক্ষ মানুষের বাস নেপালের রাজধানী শহর কাঠমাণ্ডুতে। গোটা শহরটাই যেন নেমে এসেছে রাস্তায়। দরবার স্কোয়ার মাটিতে মিশে গেছে। কাঠমাণ্ডুর গা ঘেঁষাঘেঁষি করা বাড়িগুলোও আর নিরাপদ ঠেকছে না। শহরে যতটুকু খোলা জায়গা আছে তার সবটাই প্রায় দুর্গতদের দখলে। কেউ তাঁবু খাটিয়েছেন। যাঁরা পারেননি তাঁরা খোলা আকাশকেই মাথার ছাদ করে নিয়েছেন।

মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। শূন্যের কাছে পৌছে যাচ্ছে রাতের তাপমাত্রা। শত কষ্টেও রাস্তা ছাড়া অন্য পথ নেই। স্কুল, সরকারি বাড়িতে ত্রাণ শিবির তৈরির চেষ্টা করছে সরকার। কিন্তু, ভেঙে পড়ার ভয়ে সেখানে যেতে নারাজ দুর্গতরা। খোলা আকাশের নিচে তাঁদের মধ্যে অনেকে আবার মেতে উঠেছেন গানে। আঁধার কাটার আশায়।

মাথাপিছু আয়ে নেপাল ২০৩ নম্বরে। মানব উন্নয়ন সূচকে তার স্থান ১৪৫ নম্বরে। রাজনৈতিক অস্থিরতা কাটার কোনও লক্ষণ নেই। ছবির মতো সুন্দর দেশটার মানুষ খুব একটা সুখে নেই। যেমন জানা নেই অভাবের সংসারে কবে সারবে এই ভূমিকম্পের ক্ষত।

 

.