দেশে খোঁজ মিলল অচেনা ডেঙ্গি ভাইরাসের

Updated By: Nov 1, 2017, 10:40 AM IST
দেশে খোঁজ মিলল অচেনা ডেঙ্গি ভাইরাসের

নিজস্ব প্রতিবেদন: ভারতে ঢুকে পড়েছে নতুন ডেঙ্গি ভাইরাস। জানাল পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০৫ সালে সিঙ্গাপুরে ও ২০০৯ সালে শ্রীলঙ্কায় মহামারীর আকার ধারণ করেছিল এই ভাইরাসের সংক্রমণ। 

এনআইভির জানিয়েছে, নতুন ভাইরাসটি পুরনো এশিয় ডেঙ্গি ভাইরাসের একটি প্রকারভেদ। এই ভাইরাসের সংক্রমণে ২০১২ সালে তামিলনাড়ু ও ২০১৩ সালে তামিলনাড়ু ও কেরলে ডেঙ্গি ছড়িয়েছিল। ডেঙ্গি ভাইরাস DENV -1-এর এই প্রকারভেদ দক্ষিণভারতে একাধিক ডেঙ্গি আক্রান্তের রক্তের নমুনায় মিলেছে। দেশের অন্য কোথাও এই ভাইরাস ছড়িয়েছে কি না তা নজরে রাখছেন গবেষকরা। 

আরও পড়ুন - নিউ ইয়র্কে ফের জঙ্গিহানা, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত ৮, আহত বহু 

দেশে নতুন করে ডেঙ্গির প্রকোপের কারণ খুঁজতে বেশ কয়েকবছর ধরে গবেষমা চালাচ্ছেন এনআইভির গবেষকরা। ভাইরাসের প্রকারভেদ ও তাদের সংক্রমণের ধরণ বুঝে প্রতিষেধক তৈরিতে সাহায্য করে এই সংস্থা। 

 

 

.