রাজ্যপালের ক্ষমতা খর্ব করে মোদীর নয়া লোকায়ুক্ত বিল
বিজেপির `মুখ` নির্বাচিত হওয়ার পরেই নিজের রাজ্যে লোকায়ুক্ত আয়োগ বিল জারি করার পথে অগ্রসর হলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুজরাতের বিধানসভায় এই নয়া বিল পেশ করল মোদী সরকার। এই বিলে গুজরাতের হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের ক্ষমতা খর্ব করা হয়েছে।
বিজেপির `মুখ` নির্বাচিত হওয়ার পরেই নিজের রাজ্যে লোকায়ুক্ত আয়োগ বিল জারি করার পথে অগ্রসর হলেন গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ গুজরাতের বিধানসভায় এই নয়া বিল পেশ করল মোদী সরকার। এই বিলে গুজরাতের হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যপালের ক্ষমতা খর্ব করা হয়েছে।
মোদীর লোকায়ুক্ত নিয়োগ বিল, ২০১৩, অনুযায়ী সব ক্ষমতা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন একটি কমিটিকে। বিলে আরও বলা হয়েছে রাজ্যপালকে এই কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে।
কিছুদিন আগেই লোকায়ুক্ত নিয়ে আইনি লড়াইয়ে শোচনীয় ভাবে পরাজিত হন মোদীর সরকার। রাজ্যপাল কমলা বেনিয়াল রাজ্য সরকারকে অগ্রাহ্য করে হাইকোর্টের প্রধান বিচারপতি আর এ মেহেতাকে রাজ্যের লোকায়ুক্ত হিসাবে নির্বাচিত করেন। রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরোধিতা করে রাজ্য সরকার প্রথমে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে আবেদন করে। কিন্তু চলতি বছরের জানুয়ারিতেই উভয় ক্ষেত্রেই আদালত রাজ্যপালের পক্ষেই রায় দেয়।
রাজ্য সরকার এক দিকে শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে পিটিশন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভায় নয়া লোকায়ুক্ত বিল পেশ করল।