New President Of India Draupadi Murmu: দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি, রাইসিনার কুরসিতে দ্রৌপদী
ভোট গণনার প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। প্রথম রাউন্ডে তিনি পেয়েছিলেন ৫৪০ জন সাংসদের ভোট। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার। দ্বিতীয় রাউন্ডের শেষে দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন ৮০৯ ভোট। যার মূল্য ছিল ১ লক্ষ ৫ হাজার ২৯৯।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (New President Of India Draupadi Murmu)। প্রথম আদিবাসী রাষ্ট্পতি হিসেবে রাইসিনা হিলসের মসনদে বসলেন তিনি। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে বিপুল ভোটে হারিয়ে ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি।
তৃতীয় রাউন্ডের শেষে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু (NDA's presidential candidate Draupadi Murmu) পেয়েছেন ২১৬১টি ভোট এবং যশবন্ত সিনহা পেয়েছেন ১০৫৮টি ভোট। দ্রৌপদী মুর্মুর প্রাপ্ত ভোটের মূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭ এবং যশবন্ত সিনহার প্রাপ্ত ভোটের মূল্য ২ লক্ষ ৬১ হাজার ৬২। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিরোধী দলের ১৭ জন সাংসদ ক্রশ ভোট করেছেন। দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা।
I heartily congratulate #DroupadiMurmu on her victory in Presidential Election 2022. I hope—indeed,every Indian hopes—that as 15th President she functions as Custodian of Constitution without fear or favour. I join fellow countrymen in extending best wishes to her: Yashwant Sinha pic.twitter.com/ncJCddJRQ6
— ANI (@ANI) July 21, 2022
#WATCH | Celebrations underway at Odisha's Rairangpur village, the native place of NDA's presidential candidate Droupadi Murmu, who is leading with 1,349 votes & inching closer to victory. pic.twitter.com/aZkeQMJNh8
— ANI (@ANI) July 21, 2022
গণনার প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। প্রথম পর্বে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি। মোট সাংসদের ভোট ৭৪৮টি। মোট ভোটের মূল্য ৫ লক্ষ ২৩ হাজার ৬০০। দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ৩ লক্ষ ৭৮ হাজার। যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন। তাঁর প্রাপ্ত ভোটের মূল্য ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৬০০। রাষ্ট্রপতি ভোটের দ্বিতীয় রাউন্ডের গণনায় মার্জিন আরও বাড়ান এনডিএ প্রার্থী। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট পান তিনি। দ্রৌপদী মুর্মু পান ৮০৯ ভোট। যার মূল্য ১ লক্ষ ৫ হাজার ২৯৯ এবং যশবন্ত সিনহা পান ৩২৯ ভোট। যার মূল্য ৪৪ হাজার ২৭৬। মোট ভোট ১১৩৮। যার মোট মূল্য ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৫।