দালাল রুখতে তৎকালের নতুন নিয়ম, বসবে সিসিটিভি

তত্কালের অপব্যবহার এবং দালাল চক্রের দাপটের পর্বতপ্রমাণ অভিযোগের ভিত্তিতেই অবশেষে তৎকাল টিকিট কাটা নিয়ে কঠোর হতে চলেছে রেল কর্তৃপক্ষ। এই নিয়ে বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞাও জারি করতে চলেছে তারা।

Updated By: Jun 29, 2012, 09:26 PM IST

তত্কালের অপব্যবহার এবং দালাল চক্রের দাপটের পর্বতপ্রমাণ অভিযোগের ভিত্তিতেই অবশেষে তৎকাল টিকিট কাটা নিয়ে কঠোর হতে চলেছে রেল কর্তৃপক্ষ। এই নিয়ে বেশ কিছু নিয়ম ও নিষেধাজ্ঞাও জারি করতে চলেছে তারা।
নতুন নিয়মে একটি আপদকালীন কোটার মাধ্যমে তত্কাল টিকিট কাটার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। নির্দিষ্ট কাউন্টার ছাড়া তত্কাল টিকিট পাওয়া যাবে না বলেও রেল সূত্রে জানানো হয়েছে। এমন কী কাউন্টারে নজরদারির জন্য ক্লজ সার্কট ক্যামেরা বসানোর কথাও ভাবা হয়েছে। ওই সব কাউন্টার খোলা রাখার সময়সীমাও অন্য কাউন্টারগুলির থেকে পৃথক করার ভাবনাচিন্তা রয়েছে।
নতুন নিয়মে কোনও ব্যক্তি তত্কাল-এ টিকিট কাটতে গেলে তাঁকে পরিচয়পত্র দেখাতে হবে। এমনকি তিনি কেন তত্কাল-এ টিকিট কাটতে চান, তার সপক্ষে প্রমাণপত্রও দেখাতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। 
তত্কালের অপব্যবহার এবং দালাল চক্রের দাপট কমাতেই এই উদ্যোগ বলে রেল সূত্রে জানানো হয়েছে। গত বছরেই প্রায় ৯০০ দালালকে গ্রেফতার করে রেল পুলিস।

.