মনপ্রীত বাদল, সুরজিত্‍ সিং বার্নালাকে নিয়ে পঞ্জাবে জোট বামেদের

শিরোমণি অকালি দল-বিজেপি জোট বনাম কংগ্রেস! পঞ্চনদের তীরে তিন দশকের পুরনো দ্বিমেরু রাজনৈতিক সমীকরণটা এবার বদলে যেতে পারে। মোগা জেলার ধুদিকায় নবগঠিত তৃতীয় ফ্রন্টের বিশাল জনসমাবেশের পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Updated By: Nov 8, 2011, 03:34 PM IST

শিরোমণি অকালি দল-বিজেপি জোট বনাম কংগ্রেস! পঞ্চনদের তীরে তিন দশকের পুরনো দ্বিমেরু রাজনৈতিক সমীকরণটা এবার বদলে যেতে পারে। মোগা জেলার ধুদিকায় নবগঠিত তৃতীয় ফ্রন্টের বিশাল জনসমাবেশের পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
আগামী বছরের গোড়াতেই পঞ্জাবের বিধানসভা নির্বাচন। তার আগে শিরোমণি অকালি দলের দুই দলত্যাগী নেতা মনপ্রীত বাদল এবং সুরজিত্‍ সিং বার্নালার সঙ্গে ১৬ দফা ন্যূনতম সাধারণ কর্মসূচির ভিত্তিতে দুই বাম দল, সিপিআইএম এবং সিপিআই তৈরি করেছে নতুন তৃতীয় ফ্রন্ট। এর ফলে আগামী বিধানসভা ভোটে টানটান ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা স্পষ্ট। মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ভাইপো মনপ্রীত বাদল দীর্ঘদিন থেকেই সক্রিয় অকালি রাজনীতিতে। ২০০৭ সালের বিধানসভা ভোটে জেতার পর মনপ্রীতকে নিজের ক্যাবিনেটে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন প্রকাশ সিং বাদল। কিন্তু ২০০৯ সালে প্রকাশ সিং বাদল তাঁর ছেলে সুখবীর বাদলকে উপমুখ্যমন্ত্রী করার পরই কাকা-ভাইপোর মতবিরোধ তীব্র হয়ে ওঠে। পরিণামে ২০১০ সালে শিরোমণি অকালি দল ছেড়ে `পঞ্জাব পিপলস পার্টি` গঠন করেন মনপ্রীত। এর কিছুদিন আগেই প্রকাশ সিং বাদলের সঙ্গে সংঘাতের জেরে শিরোমণি অকালি দল ছেড়ে অকালি দল (লঙ্গোয়াল) দল গড়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল সুরজিত্‍ সিং বার্নালা।
স্বাধীনতা সংগ্রামী লালা লজপত রায়ের জন্মস্থান ধুদিকায় আয়োজিত সোমবারের বিশাল সমাবেশে এই দুই নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোত্‍পল বসু এবং সিপিআই সাধারণ সম্পাদক এ বি বর্ধন। সমাবেশ থেকেই আনুষ্ঠানিক ভাবে `ইজ্জত সমহাল যাত্রা` অর্থাত্‍ পঞ্জাবের মর্যাদা রক্ষা যাত্রার সূচনা করেন নবগঠিত চারদলীয় জোটের নেতারা। নয়া জোটের কর্মসূচি প্রকাশ করে প্রকাশ কারাট-মনপ্রীত বাদল-এ বি বর্ধন-সুরজিত্‍ সিং বার্নালারা জানান, এই যাত্রা বিভিন্ন জেলায় গিয়ে রাজ্যের এনডিএ সরকারের নানা দুর্নীতি এবং কেন্দ্রের জনবিরোধী পদক্ষেপ সম্পর্কে পঞ্জাবের মানুষকে অবহিত করবে।

.