আদালতের নির্দেশে অমরনাথ মন্দির চত্বরে জয়ধ্বনির উপর নিষেধাজ্ঞা
অমরনাথ মন্দির চত্বরকে 'সাইলেন্স জোন' হিসেবে ঘোষণা করল পরিবেশ আদালত।
নিজস্ব প্রতিবেদন: অমরনাথ মন্দিরে মন্ত্রোচ্চারণ করতে পারবেন না ভক্তরা। বুধবার মন্দির কর্তৃপক্ষকে এই নির্দেশ দিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। অমরনাথ মন্দির চত্বরকে 'সাইলেন্স জোন' বা শব্দবর্জিত স্থান হিসাবে ঘোষণা করল পরিবেশ আদালত।
এদিন পরিবেশ আদালতের চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমারের বেঞ্চ এক নির্দেশে বলেন, ৩,৮৮৮ মিটার উপরে অমরনাথের গুহায় ঘণ্টা বাজানো যাবে না। মোবাইল ও অন্যান্য জিনিসপত্র চেকপোস্টে জমা রাখতে হবে। পুণ্যার্থীদের সরঞ্জাম রাখার জন্য আলাদা ঘর তৈরির বিষয়টিও বিবেচনা করার কথা কর্তৃপক্ষকে মনে করিয়ে দিয়েছে পরিবেশ আদালত।
আরও পড়ুন- মহাকালের পুজোয় শুধুই পরিশ্রুত জল ঢালতে হবে ভক্তদের, নির্দেশ সুপ্রিম কোর্টের
আদালত আরও নির্দেশ দিয়েছে, মন্ত্রোচ্চারণ বা জয়ধ্বনি করা করতে পারবেন না ভক্তরা। শিবলিঙ্গের চারপাশে যে লোহার গ্রিল রয়েছে, তাও সরিয়ে দিতে হবে। যাতে দেব-দর্শনে অসুবিধা না হয় পুণ্যার্থীদের। পাশাপাশি চেক পোস্ট থেকে ভক্তদের যাতে লাইন না পড়ে, তাও নিশ্চিত করতে হবে মন্দির কর্তৃপক্ষকে।