''এই নির্বাচন মোদী বা আমাকে নিয়ে নয়", সাক্ষাত্কারে বললেন রাহুল

গুজরাটের মানুষই রাজ্যের ভবিষ্যত্ স্থির করবেন, বললেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। 

Updated By: Dec 13, 2017, 09:30 PM IST
''এই নির্বাচন মোদী বা আমাকে নিয়ে নয়", সাক্ষাত্কারে বললেন রাহুল

নিজস্ব প্রতিবেদন: গুজরাটে কংগ্রেস জবরদস্ত ফল করবে। জি মিডিয়াকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে জানালেন আত্মবিশ্বাসী রাহুল গান্ধী। এদিন রাহুল বলেন, ''এই নির্বাচন মোদী বা আমাকে নিয়ে নয়। এটা গুজরাটের মানুষের ভোট।'' এমনকি এবারের ভোট কঠিন বলে বিজেপি কর্মীরাও মনে করছেন, দাবি কংগ্রেসের সভাপতির।   

জি মিডিয়াকে রাহুল বলেন, ''গুজরাটে সত্য প্রতিষ্ঠার জন্য লড়ছি। এই ভোটে নোট বাতিল ও গব্বর সিং ট্যাক্সের (জিএসটি) সত্যতা বেরিয়ে আসবে। আমেদাবাদ, সুরাট বা গুজরাটের অন্য জায়গার ছোট ব্যবসায়ীরা আক্ষেপ করছেন, জিএসটি তাঁদের ধ্বংস করে দিয়েছে।'' 

আরও পড়ুন- আহমেদ পটেলকে কেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে পাকিস্তান? প্রশ্ন প্রধানমন্ত্রীর

রাহুলের বক্তব্য, আমরা ভেবেছিলাম, ''গুজরাটে বিজেপি বোধহয় ভবিষ্যতের লক্ষ্য নিয়ে প্রচার করবে। অথচ সে পথে গেলই না তারা। তাদের প্রচারে কোনও জোরই ছিল না।'' ক্ষমতায় এলে কংগ্রেসের 'ভিশন' কী হবে? এবিষয়ে অবশ্য স্পষ্ট জবাব দিতে পারেননি কংগ্রেসের সভাপতি। তাঁর কথায়,''গুজরাটের আগামী লক্ষ্য স্থির করবে নির্বাচিত প্রতিনিধিরাই। গুজরাটের মানুষ যা চাইবেন, তার ভিত্তিতেই হবে। আমি তাতে সহযোগিতা করব, তবে গুজরাটের মানুষের ইচ্ছেই মুখ্য ভূমিকা নেবে।''   

রাজনীতি থেকে কুকথার সংস্কৃতির ইতি টানার কথাও মঙ্গলবার বলেছিলেন রাহুল গান্ধী। এদিন সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতির মন্তব্য, ''ওঁরা ব্যক্তিগত আক্রমণ করেছেন। মণিশঙ্কর আইয়ারকে বহিষ্কার করেছি আমরা। কিন্ত, মনমোহন সিং-এর সম্পর্কে মোদী যা বলেছেন, তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। বহু বছর ধরে দেশের সেবা করেছেন মনমোহন সিং। ১০ বছর সরকার চালিয়েছেন। তা সত্ত্বেও ওনার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ করেছেন মোদী। এই রাজনীতির পরিবর্তন চাইছি আমি।'' 

.