এপ্রিল ফুলেই দামি হচ্ছে রেল টিকিট, মোবাইল বিল, রেস্তরাঁয় ডিনার
বাড়তে চলেছে রেল টিকিটের দাম, মোবাইলের বিল। রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খরচা পড়বে বেশি। ১ এপ্রিল, এপ্রিল ফুলের দিন থেকেই নাকি দামী হতে চলেছে সবকিছু। কারণ বাড়তে চলেছে সার্ভিস ট্যাক্স। সূত্রের খবর এমনই।
ওয়েব ডেস্ক : বাড়তে চলেছে রেল টিকিটের দাম, মোবাইলের বিল। রেস্তরাঁয় খাওয়া-দাওয়ার ক্ষেত্রে খরচা পড়বে বেশি। ১ এপ্রিল, এপ্রিল ফুলের দিন থেকেই নাকি দামী হতে চলেছে সবকিছু। কারণ বাড়তে চলেছে সার্ভিস ট্যাক্স। সূত্রের খবর এমনই।
বর্তমানে সার্ভিস ট্যাক্স ১৪ শতাংশ। এর সঙ্গে যুক্ত হয় কৃষি সেস ও স্বচ্ছ ভারত সেস। মোট ট্যাক্সের পরিমাণ দাঁড়ায় ১৫ শতাংশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বাজেটে ০.৫ শতাংশ বাড়ানো হবে সার্ভিস ট্যাক্স। অর্থাত্ সার্ভিস ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে ১৪.৫ শতাংশ। এরপর ১ জুলাই, ২০১৭ থেকে GST চালু হলে মোট ট্যাক্সের পরিমাণ দাঁড়াবে ১৮ শতাংশ। বাড়বে প্যাকেজ ট্যুর, মোবাইল বিল, রেল ও বিমান টিকিট, বাড়ি ক্রয়, ক্যাব পরিষেবা, জিম, পার্লার- সবের খরচ।