ধর্ষকদের ফাঁসি নিয়ে রাজনীতি করছে বিজেপি, আপ! কান্নায় ভেঙে পড়লেন নির্ভয়ার মা
নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি নিয়ে বৃহস্পতিবার বিজেপি ও আপ-এর মধ্যে কাদা ছোড়াছুড়ি চলে।
নিজস্ব প্রতিবেদন : নিয়ম-কানুনের মায়াজাল। আর তাতেই আটকে ফাঁসি। নির্ভয়াকে ধর্ষণের পর অকথ্য অত্যাচার চালিয়েছিল চারজন। দীর্ঘ সাত বছর ধরে সেই মামলা চলল। দাঁতে দাঁত চেপে লড়াই চালালেন নির্ভয়ার মা। অবশেষে চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ফাঁসির তারিখও ঠিক হয়েছে। কিন্তু এর পরও চলছে রাজনীতি। নির্ভয়ার মা অসহায় বোধ করছেন। তাঁর দাবি, বিজেপি ও আম আদমি পার্টি চার দোষীর ফাঁসি নিয়ে রাজনীতি শুরু করেছে। এদিন অভিযোগ জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান, এবার তিনি অসহায় বোধ করছেন।
নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি নিয়ে বৃহস্পতিবার বিজেপি ও আপ-এর মধ্যে কাদা ছোড়াছুড়ি চলে। তার পর থেকেই নির্ভয়ার মা আশা দেবী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ''এতদিন পর্যন্ত রাজনীতি নিয়ে একটা কথাও বলিনি। সাত বছর ধরে লড়াই করছি। কিন্তু এতদিনে বলতে বাধ্য হচ্ছি, আমার মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হয়েছে। অসহায় বোধ করছি আমি। কথা বলতে বলতে এদিন কান্নায় ভেঙে পড়েন তিনি।''
আরও পড়ুন- ফাঁসির আগেই ফাঁসির চেষ্টা! জেলে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল নির্ভয়ার এক দোষী
নির্ভয়ার মা আরও বলেন, ''২০১২ সালে আমার মেয়ের মৃত্যুর পর এই দুই পার্টির নেতারা হাতে তিরঙা নিয়ে মিছিল করেছিলেন। কিন্তু এখন সেই নেতারাই দোষীদের ফাঁসি নিয়ে রাজনীতি শুরু করেছে। যে যার নিজের স্বার্থ দেখছে। আমার মেয়ে মৃত্যু স্বার্থসিদ্ধির হাতিয়ার করা হচ্ছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে হাত জোড় করে আবেদন করছি, আপনারা এবার আমাকে ন্যায় বিচার দিন। সাত বছর ধরে লড়াই করে আমি ক্লান্ত। আমার মেয়ের আত্মা শান্তি পায়নি। ২২ জানুয়ারি ওই চার দোষীকে শাস্তি দিন। এই শাস্তি উদাহরণ হয়ে থাকবে দেশের মানুষের কাছে।''