কয়লা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে বেসরকারি সংস্থা, মিলবে উত্তোলনেরও অনুমতি
৫০ কয়লা ব্লক নিলাম করা হবে
নিজস্ব প্রতিবেদন: শিল্প-কৃষি ক্ষেত্রের পর এবার আরও বেশকয়েকটি ক্ষেত্রের জন্যে নতুন নীতি ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কয়লা
# বাণিজ্যিকভাবে কয়লা উত্পাদন করা হবে।
# সরকারের একচেটিয়া ক্ষমতা আর থাকবে না।
# কয়লা শিল্পে বেসকারিভাবে উত্তোলন করা হবে। বাজার মূল্যে কয়লা মিলবে। যারা নির্দিষ্ট সময়ের আগেই কয়লা উত্পাদন করবেন তারা ইনসেন্টিভ পাবেন।
# প্রচুর কয়লা থাকা সত্বেও তা আমদানি করতে হয়।
# কয়লা থেকে গ্যাস তৈরির ক্ষেত্রে ইনসেন্টিভ দেওয়া হবে।
# কোল বেড নিলাম করা হবে।
# ১৫,০০০ কোটি টাকা খরচ করা হবে ইভাকুয়েশন ইনফ্রাস্ট্রাক্টারের জন্য।
# ৫০ কয়লা ব্লক নিলাম করা হবে।
আরও পড়ুন-আমফান মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, আজ সন্ধ্যাতেই রাজ্যে আসছে NDRF-এর দুই দল
খনিজ
# একপ্লোরেশন কাম প্রোডাকশন সিস্টেম চালু হবে। অংশ নেবে বেসরকারি সংস্থা।
# ৫০০ ব্লকে এই নিয়ম চালু হবে।
# ক্যপটিভ ও নন ক্যাপটিভ খনির তফাত থাকছে না।
# মাইনিং লিজ নেওয়ার পর তা হাতবদল করা যাবে।
# খনি লিজ নেওয়ার সময় স্ট্যাম্প ডিউটি বাস্তবসম্মত করা হবে।
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি
# এক্ষেত্রে আমাদের আত্মনির্ভর হতে হবে।
# কিছু অস্ত্র বিদেশ থেকে আমদানি করা যাবে না। এর একটা তালিকা তৈরি করা হবে। প্রতিবছরে এর সংখ্যা বাড়বে। এনিয়ে সেনার সঙ্গে কথা বলা হবে।
# দেশিয় অস্ত্র কেনার জন্য বাজেট তৈরি করা হবে।
# অর্ডেন্যান্স বোর্ড করপোরেটাইজ করা হবে। সাধারণ মানুষ এর শেয়ার কিনতে পারবেন।
বিমান পরিবহন
# এয়ারস্পেসের বাস্তবসম্মত ব্যবহার করা হবে। এতে সফরের সময় কমবে, জ্বালানি খরচ কমবে।
# আরও ৬টি বিমানবন্দর নিলাম করা হবে। কাজ হবে পিপিপি মডেলে।
# বিমানের রক্ষণাবেক্ষনের কাজ হবে ভারতেই।
# এতে রক্ষাণবেক্ষণে খরচ কমবে।
আরও পড়ুন-স্যানিটাইজ হয়ে তবেই ভিতরে ঢুকবে পন্য়বাহী লরি, নয়া নিয়ম মেছুয়া বাজারে
কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যুতে বেসরকারিকরন
# নতুন ট্যরিফ পলিসি ঠিক করা হবে।
# সরবারহের বেসরকারিকরণ করা হবে।
সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার
# বেসরকারি বিনিয়োগের সুযোগ মিলবে।
মহাকাশ
# মহাকাশ সম্পর্কিত টেকনোলজিতে বেসরকারি সংস্থার প্রবেশ অধিকার মিলবে।
# সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে। তবে সরকার সতর্ক থাকবে।
পরমাণু ক্ষেত্র
# মেডিক্যাল আইসোটোপ তৈরিতে পিপিপি মডেলে কাজ হবে।
# কৃষিতে রেডিয়েশন টেকনোলজি ব্যবহার করা হবে।
এদিন সীতারমন আরও বলেন
# আজকের ঘোষণা মূলত স্ট্রাকচারাল রিফমর্স সম্পর্কে।
# এতদিন পর্যন্ত বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
# গত কয়েক মাসে সব কাজ দ্রুত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
# তিন বছর আগে মেক ইন ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল। এর পেছনে ছিল মানুষের মানসিকতা বদল করা। দেশেই পণ্য তৈরি হবে। তা বিদেশেও রপ্তানি হবে।
# কোন রাজ্যগুলি বিনিয়োগের জন্য কতটা বান্ধব তার তালিকা তৈরি হবে।
# ৩৩৭৬ শিল্প তালুক, শিল্প পার্কের একটি ম্যাপ তৈরি হবে। তা যে কোনও শিল্পপতি দেখাতে পাবেন।