Nitin Gadkari-Ujjain MP: ১ কেজি ওজন কমালেই হাজার কোটি! গঢ়করির সঙ্গে বাজি লড়ে যা করলেন এই সাংসদ...
অনিল ফিরোজিয়া জানিয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে নিয়ম করে শরীরচর্চা করেছেন তিনি। সাইকেলিং, যোগাসনকে জীবনের সঙ্গী করে ফেলেছিলেন। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করেছেন। নিজের লোকসভার উন্নয়নে এবার গঢ়করির কাছে ১৫ হাজার কোটি টাকার দাবি জানাবেন উজ্জয়িনীর সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: ওজন কমালে উন্নয়ন খাতে প্রতি কেজিতে হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গঢ়করি (Nitin Gadkari)। মন্ত্রীর সেই প্রতিশ্রুতিকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়া। চার মাসে ১৫ কেজি ওজন কমালেন তিনি। ফলে প্রতিশ্রুতি মতো গড়করিকে উন্নয়ন খাতে দিতে হবে ১৫ হাজার কোটি টাকা।
জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়াকে এই চ্যালেঞ্জ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গঢ়করি (Nitin Gadkari)। ওজন কমালে, উন্নয়ন খাতে প্রতি কেজিতে ১০০০ কোটি দেওয়ার কথা দিয়েছিলেন তিনি। চার মাসের মধ্য়ে চ্যালেঞ্জ কিছুটা হলেও সম্পূর্ণ করলেন সাংসদ। ফেব্রুয়ারিতে তাঁর ওজন ছিল ১২৭ কেজি। জুন মাসের মধ্যে ১৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
সাংসদ অনিল ফিরোজিয়া জানিয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে নিয়ম করে শরীরচর্চা করেছেন তিনি। সাইকেলিং, যোগাসনকে জীবনে স্থান দিয়েছেন। স্বাস্থ্যকর খাওয়াদাওয়া করেছেন। নিজের লোকসভার উন্নয়নে এবার গড়করির কাছে ১৫ হাজার কোটি টাকার দাবি জানাবেন উজ্জয়িনীর সাংসদ।