"এত ভয়ের কী আছে?", লালুকে খোঁচা নীতিশের

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদের নিরাপত্তা বেষ্টনী থেকে এনএসজি (ন্যাশানাল সিকিউরিটি গার্ড) কম্যান্ডোদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্ত সামনে আসতেই লালুপ্রসাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তাঁর পুত্র তেজপ্রতাপ।

Updated By: Nov 28, 2017, 05:53 PM IST
"এত ভয়ের কী আছে?", লালুকে খোঁচা নীতিশের

নিজস্ব প্রতিবেদন: নিরাপত্তার বহর কমিয়ে দেওয়ায় এত ভয়ের কী আছে? লালুপ্রসাদের নিরাপত্তা কমিয়ে দেওয়া নিয়ে এই ভাষাতেই পুরানো বন্ধুকে বিঁধলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সম্প্রতি 'জেড প্লাস' থেকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে লালুপ্রসাদের নিরাপত্তা। ফলে তীব্র চটেছেন লালু এবং তাঁর ছেলে তেজপ্রতাপ। আর বিষয়ে লালু পরিবারের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে আজ টুইট করলেন নীতীশ।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লালুপ্রসাদের নিরাপত্তা বেষ্টনী থেকে এনএসজি (ন্যাশানাল সিকিউরিটি গার্ড) কম্যান্ডোদের তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্ত সামনে আসতেই লালুপ্রসাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে তাঁর পুত্র তেজপ্রতাপ। সৌজন্যের সীমা লঙ্ঘন করায় অভ্যস্থ তেজপ্রতাপ এবার বলেন, 'প্রধানমন্ত্রী মোদীকে সামনে পেলে চামড়া গুটিয়ে দেব। ভবিষ্যতে লালুর যে কোনও দুর্ঘটনার জন্য বিহারের নীতীশ সরকার ও কেন্দ্রের মোদী সরকারই দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজপ্রতাপ যাদব। আরও পড়ুন- 'নরেন্দ্র মোদীর চামড়া গুটিয়ে নেব', তেজষ্ক্রিয় হুমকি লালুপুত্রের

প্রসঙ্গত, কয়েক মাস আগে আরজেডি ও কংগ্রেসের হাত ছেড়ে বিহারের মহাজোট থেকে বেরিয়ে যান নীতিশ কুমার। লালু পরিবারের দুর্নীতিতে অভিযুক্ত করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ। তারপরই বিজেপির সমর্থন নিয়ে একদিনের মধ্যেই ফের সরকার গড়েন নীতীশ কুমার। সেই থেকেই নীতিশকে 'বিশ্বাসঘাতক' বলে কাটাক্ষের পাশাপাশি তাঁর প্রতি খড়গহস্ত লালু। অন্যদিকে, বিজেপি জমানায় কেন্দ্রীয় সংস্থাগুলিকে 'ব্যবহার করে' লালুকে বারবার হয়রান করার অভিযোগ তুলেছে আরজেডি নেতৃত্ব। আরও পড়ুন-  তেজপ্রতাপের হুমকির মুখে সুশীল মোদীর ছেলের বিয়ের অনুষ্ঠানস্থলে বদল

আরও পড়ুন - অসৌজন্যের তেজ-প্রতাপ! বিয়ের আমন্ত্রণ পেয়ে আগুন লাগানোর হুমকি লালুপুত্রের

.