চিনাদের ঘর দেব না, জানিয়ে দিল এই হোটেল মালিকদের সংগঠন
সীমান্তে চিনা বাহিনীর আগ্রাসনের প্রেক্ষিতে দেশে চিনা দ্রব্য বয়কটের ডাকে সামিল হয়েছেন তাঁরা। আর সেই দিকে তাকিয়েই এবার চিনা অতিথিদেরও রুম বা গেস্ট হাউজ ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তাঁরা।
নিজস্ব প্রতিবেদন : চিনা বাসিন্দাদের ঘর ভাড়া দেব না। চিনা দ্রব্যের ব্যবহার বন্ধের পাশাপাশি বয়কট করা হবে চিনা অতিথিদেরও। বৃহস্পতিবার এমনটাই জানাল, দিল্লির হোটেল মালিকদের সংগঠন।
দিল্লি হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন নামের এই সংগঠন মূলত দিল্লির কম ভাড়ার প্রায় ৩০০০ হোটেল নিয়ে গঠিত। সীমান্তে চিনা বাহিনীর আগ্রাসনের প্রেক্ষিতে দেশে চিনা দ্রব্য বয়কটের ডাকে সামিল হয়েছেন তাঁরা। আর সেই দিকে তাকিয়েই এবার চিনা অতিথিদেরও রুম বা গেস্ট হাউজ ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তাঁরা।
সংগঠনের সভাপতি জানান, "গালওয়ানে ভারতীয় জওয়ানদের উপর চিনা বাহিনীর আক্রমণের ঘটনায় দেশের ব্যবসায়ীমহলও ক্ষুব্ধ। সেই কারণেই চিনা দ্রব্য বয়কটের ডাকে সামিল হয়েছেন তাঁরাও।" তিনি জানান, সেই একই মতাদর্শে এবার থেকে দেশের রাজধানীতে কোনও চিনা ব্যক্তিকে থাকার হোটেল বা গেস্ট হাউজ দেওয়া হবে না।
আরও পড়ুন : গালওয়ানে ঘাঁটি তৈরিতে ব্যস্ত চিনা বাহিনী, দেখুন উপগ্রহ চিত্র