পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে ফের চওড়া হাসি

Updated By: Aug 7, 2017, 04:29 PM IST
পেনশন নিয়ে নয়া সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে ফের চওড়া হাসি

ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের খুশির খবর। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। অবসরের পর পেনশন চালু করতে ব্যাঙ্কের চক্কর কাটার দিন শেষ ৷ এবার থেকে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন চালু করার জন্য আর ব্যাঙ্কে যেতে হবে না ৷

অবসরের পর পেনশন চালুর ঝক্কি থাকত বড়ই। বারবারই ব্যাঙ্কে যেতে হত, এই কাগজ, ওই কাগজ.. নানান ঝক্কি থেকে মুক্তি পেতে চলেছেন প্রবীণরা। প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছে,

· এবার থেকে অবসরের দিনই কেন্দ্রীয় সরকারী কর্মীর হাতে তুলে দেওয়া হবে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও৷

· এর ফলে পেনশন চালু করতে বারবার ব্যাঙ্কে দৌড়তে হবে না।

· পেনশন প্রক্রিয়াকে এভাবে দ্রুত চালু করানোর জন্য পদক্ষেপ নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্মীর তরফে লিখিত অনুমতি নেওয়া হবে৷

· অনুমতিপত্র পেনশন অ্যাকাউন্টিং অফিসের তরফে ব্যাঙ্কের কাছে পাঠানো হবে৷

· ওই কর্মী যাতে অবসরের পরই নির্বিঘ্নে পেনশন পেতে পারেন তার ব্যবস্থা করবে ব্যাঙ্ক৷

· এর ফলে ৪৮ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী দফতরের অধীনস্থ কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে, অবসরের সময় কোনও সরকারি কর্মচারী যদি মনে করেন ব্যাঙ্কের মাধ্যমে পেনশন পেমেন্ট অর্ডার সংগ্রহ করা তাঁর পক্ষে সুবিধাজনক, তাহলে তিনি এই সুবিধা নাও নিতে পারেন৷ সেক্ষেত্রে তাঁকে আগে থেকে কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে হবে ৷  

.