ওঁর কেদারনাথ যাত্রায় কোনও সমস্যা নেই, বিরোধীদের পাল্টা দিলেন ত্যাগী

এনিয়ে ত্যাগী বলেন, বিরোধীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই এনডিএর। আমরাই ক্ষমতায় ফিরব। এনডিএ বিরোধীরা দুভাগে বিভক্ত

Updated By: May 29, 2019, 12:36 PM IST
ওঁর কেদারনাথ যাত্রায় কোনও সমস্যা নেই, বিরোধীদের পাল্টা দিলেন ত্যাগী

নিজস্ব প্রতিবেদন: ভোট চলাকালীন প্রধানমন্ত্রীর কেদারনাথ ও বদ্রীনাথ যাত্রা নিয়ে এখন সরব বিরোধীরা।

কেদারনাথে প্রধানমন্ত্রীর ধ্যান করা, একান্তে থাকা-সবটাই রাজনীতির জন্য। এমনটাই দাবি বিরোধী শিবিরের। তবে এনিয়ে মুখ খুললেন জনতা দল ইউনাইটেড নেতা কে সি ত্যাগী।

আরও পড়ুন-মহা EXIT POLL 2019: উত্তরপ্রদেশে গেরুয়া দুর্গ অক্ষত, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

জেডিইউ নেতা কে সি ত্যাগী বলেন, উনি কোনও ধর্মীয় অনুষ্ঠান পালন করলে কোনও অপরাধ দেখি না। মোদী খুবই ধার্মিক মানুষ।

উল্লেখ্য, রবিবার সপ্তম দফার ভোটগ্রহণের দিন কোদারনাথ ও বদ্রীনাথে কাটালেন প্রধানমন্ত্রী মোদী। টানা ১৫ ঘণ্টা কেদারনাথের একটি গুহার মধ্যে কাটিয়ে তিনি চলে যান বদ্রীনাথে। সেখানেও পুজো দেন।

আরও পড়ুন-মহা Exit Poll: ৩০০ আসন পার করে দিল্লির তখতে নমো অ্যাগেনের স্পষ্ট ইঙ্গিত 

প্রধানমন্ত্রীর কেদার সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এনিয়ে ত্যাগী বলেন, বিরোধীদের ভয় পাওয়ার কোনও কারণ নেই এনডিএর। আমরাই ক্ষমতায় ফিরব। এনডিএ বিরোধী দুভাগে বিভক্ত। একভাগে রয়েছে কংগ্রেস এবং অন্যভাগে রয়েছে সপা-বসপা-টিএমসি-টিডিপি-আরলডি। ফলে তারা আগে থেকেই দুর্বল।

.