আফস্পা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এখনও আসেনি, সাফ জানালেন সেনাপ্রধান

এনিয়ে প্রতিরক্ষা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে বেশ কয়েক বার বৈঠক হয়েছে। কিন্ত এই আইনকে লঘু করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি

Updated By: Jan 28, 2018, 07:24 PM IST
আফস্পা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এখনও আসেনি, সাফ জানালেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদন: জম্মু ও কাশ্মীরে লাগু সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা নিয়ে ভাবনাচিন্তা করার সময় এখনও আসেনি। এই আইনের কোনও ধারা লঘু করারও কোনও প্রশ্ন নেই। এমনটাই মন্তব্য করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।

উত্তরপূর্ব ভারতের কয়েকটি রাজ্য সহ কাশ্মীরে বর্তমানে বলবত রয়েছে আফস্পা। এই আইনের কিছু অংশ বাতিল করা বা কোনও কোনও অংশকে লঘু করার কথা উঠছে বিভিন্ন মহল থেকে। এনিয়ে প্রতিরক্ষা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে বেশ কয়েক বার বৈঠক হয়েছে। কিন্ত এই আইনকে লঘু করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

আরও পড়ুন-নিলামে প্রাপ্ত অর্থের অর্ধেক পাওয়ার যোগ্য নন বেশিরভাগ ক্রিকেটার, মত বাবুলের 

আফস্পা নিয়ে বলতে গিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে সেনাপ্রধান বলেন, ‘এই মুহূর্তে আফস্পা নিয়ে ভাবনাচিন্তা করার কোনও প্রয়োজন রয়েছে বলে মনে করি না। আফস্পা বলবত করার ক্ষেত্রে আমারা কখনও কড়া হইনি। সাধারণ মানুষের আধিকারকে সেনাবাহিনী বিশেষ গুরুত্ব দেয়। তাই এনিয়ে ভাবনার কোনও কারণ নেই।’

 

.