'কংগ্রেসের সমর্থনে আপত্তি কেরালার', রাজ্যসভায় হ্যাটট্রিক হল না সীতারামের

Updated By: Jul 26, 2017, 01:30 PM IST
'কংগ্রেসের সমর্থনে আপত্তি কেরালার', রাজ্যসভায় হ্যাটট্রিক হল না সীতারামের

ওয়েব ডেস্ক: 'শৃঙ্খল ছাড়া হারাবার আর কিছু নেই'। তাই এবারও 'সাংসদ হারিয়ে' পার্টির 'শৃঙ্খল'কেই জয়ী করল সিপিআই(এম)। কেন্দ্রীয় কমিটির ভোটাভুটিতে কার্যত ফেল করল সীতারাম ইয়েচুরিকে তৃতীয়বারের জন্য রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব। বাংলা এবং ত্রিপুরার প্রবল ইচ্ছে সত্ত্বেও কেরলার কট্টরপন্থী যুক্তির কাছে মাথা নোয়াতেই হল সূর্য মিশ্রদের। এক, দলের নীতি আর দুই, কেরালা পার্টির 'আপত্তি', আটকে গেল সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠানোর প্রস্তাব। কেন্দ্রীয় কমিটির এক সদস্য জানিয়েছেন, " প্রথমত দলের শৃঙ্খলাকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিপিআই(এম)-এ কেউই দুবারের বেশি রাজ্যসভায় যেতে পারেন না। আর দ্বিতীয়ত, কেরলা পার্টি চায়নি কংগ্রেসের সমর্থন নিয়ে সীতারাম ইয়েচুরি তৃতীয়বারের জন্য রাজ্যসভায় যাক"।  

উল্লেখ্য, এবছরই জুনের শেষে বাকপটু বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় আরও একবার মনোনিত করার জন্য বাংলার বাম নেতাদের কাছে বার্তা পাঠায় প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতারা। এতে প্রাথমিক সম্মতি দেয় কংগ্রেস হাই কম্যান্ডও। সেই মতো সীতারাম ইয়েচুরিকে পুননির্বাচিত করার জন্য পার্টির নিয়মের মধ্যে থেকেই নিজেদের ঘুঁটি সাজাতে শুরু করে সূর্য মিশ্র, বিমান বসু, মানিক সরকাররা। বৈঠকের পর বৈঠকেও যখন সহমত হতে পারেনি গোটা দল, তখন ভোটাভুটির মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহনের দিকে এগোয় সিপিআই(এম)। মঙ্গলবার ভোটাভুটি হলে রাজ্যসভায় তৃতীয়বার সীতারাম ইয়েচুরিকে পাঠানোর প্রস্তাবের পক্ষে ভোট দেয় বাংলা এবং ত্রিপুরা। অন্যদিকে কেরালাসহ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। যার ফলে, তৃতীয়বারের জন্য রাজ্যসভায় বামেদের প্রতিনিধিত্ব করা হবে না বর্তমান সিপিআই(এম) সম্পাদক সীতারাম ইয়েচুরির। 

.