গেরস্তের হেঁসেলে সুখবর, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫টাকা ৫০ পয়সা কমল

গেরস্তের জন্য সুখবর। পেট্রল-ডিজেলের পর এবার দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারে। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু দাম কমছে ২৫ টাকা ৫০ পয়সা। 

Updated By: Sep 1, 2015, 05:32 PM IST
গেরস্তের হেঁসেলে সুখবর, ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৫টাকা ৫০ পয়সা কমল

ওয়েব ডেস্ক: গেরস্তের জন্য সুখবর। পেট্রল-ডিজেলের পর এবার দাম কমছে রান্নার গ্যাস সিলিন্ডারে। ভর্তুকিহীন সিলিন্ডার পিছু দাম কমছে ২৫ টাকা ৫০ পয়সা। 

যার ফলে দিল্লিতে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ৫৮৫ টাকা থেকে কমে হচ্ছে ৫৫৯ টাকা ৫০ পয়সা। 

এই নিয়ে গত তিন  মাসে ভর্তুকীহিন গ্যাস সিলিন্ডারের দাম তিনবার কমল। পয়লা অগাস্ট ভর্তুকিহীন এলপিজি-র দাম ২৩টাকা ৫০ পয়সা কমেছিল। পয়লা জুলাই সিলিন্ডার পিছু ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমেছিল ১৮ টাকা। 

বছরে ভর্তুকীযুক্ত ১২টি সিলিন্ডারের পর অতিরিক্ত গ্যাস সিলিন্ডার এই মুহূর্তে ক্রেতাদের বাজার দরেই কিনতে হয়। 

রাজধানীতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের জন্য এই মুহূর্তে খসাতে হয় ৪১৭ টাকা ৮২ পয়সা। 

এর সঙ্গেই ১১.৭% কমল বিমানের জ্বালানীর দামও। 

.