নিলামে কিংফিসার হাউজের কোনও ক্রেতা মিলল না

মাথার ওপর ৯ হাজার কোটি টাকার দেনা। ১৭টি ব্যাঙ্ক থেকে টাকা ধার করেছেন 'বিজনেজ টাইকুন' বিজয় মালিয়া। সেই টাকা উদ্ধারের জন্য কিংফিসারের মুম্বইয়ের অফিস অনলাইনে নিলামের ব্যবাস্থা করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার একটি শাখা।

Updated By: Mar 17, 2016, 05:26 PM IST
নিলামে কিংফিসার হাউজের কোনও ক্রেতা মিলল না

ওয়েব ডেস্ক: মাথার ওপর ৯ হাজার কোটি টাকার দেনা। ১৭টি ব্যাঙ্ক থেকে টাকা ধার করেছেন 'বিজনেজ টাইকুন' বিজয় মালিয়া। সেই টাকা উদ্ধারের জন্য কিংফিসারের মুম্বইয়ের অফিস অনলাইনে নিলামের ব্যবাস্থা করেছিল স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়ার একটি শাখা। কিন্তু নিলামে লাভ হল না। মিলল না কিংফিসার হাউসের কোনও ক্রেতা।
মুম্বই আন্ধেরিতে অবস্থিত কিংফিসারের বিলাস বহুল দফতর। নিলামে এই অফিসের নূন্যতম দাম ধার্য করা হয়েছিল ১৫০ কোটি। কিন্তু কোনও ক্রেতা এই অফিস কেনায় আগ্রহ দেখায়নি। তাদের বক্তব্য জায়গা অনুযায়ী দাম খুব বেশি।

.