নিডো তানিয়াম হত্যা: রাইসিনা হিলসে বিক্ষোভরত উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের উপর লাঠি চালাল পুলিস
শুক্রবার নিডো তানিয়ামের হত্যার বিচারের দাবি ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের উপর বেড়ে চলা হামলার প্রতিবাদে রাইসিনা হিলে বিক্ষোভরত উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের উপর লাঠি চালাল পুলিস।
শুক্রবার নিডো তানিয়ামের হত্যার বিচার ও উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের উপর বেড়ে চলা হামলার প্রতিবাদে রাইসিনা হিলে বিক্ষোভরত উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের উপর লাঠি চালাল পুলিস।
সূত্রে খবর প্রতিবাদ স্থান থেকে অন্ততপক্ষে ৫০ জন বিক্ষোভরত ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিস। যন্তর মন্তরে প্রতিবাদরত ছাত্র-ছাত্রীরা সুরক্ষা বেড়া ভেঙে স্লোগান দিতে দিতে রাইসিনা হিলসে ঢুকে পড়েন।
সুপ্রিমকোর্ট আজ কেন্দ্র ও রাজ্যসরকার গুলির প্রতি একটি গাইডলাইন পেশ করেছে। এই গাইডলাইনে উত্তর-পূর্বাঞ্চলের মানুষদের দেশের যে কোনও প্রান্তেই প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।