শুধু লকডাউনেই রোখা যাবে না করোনা, নজর দিতে হবে স্বাস্থ্য সুরক্ষার দিকেও, বার্তা WHO-এর

নিজস্ব প্রতিবেদন: শুধুমাত্র লকডাউনেই করোনা রোখা যাবে না। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার দিকেও নজর দিতে হবে। করোনা রুখতে এমনটাই পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই রোগে কারা কারা আক্রান্ত হচ্ছেন, প্রথমেই তাদের চিহ্নিত করতে হবে। সঙ্গে সঙ্গেই তাদের আইসোলেশনে পাঠাতে হবে।

নয়তো লকডাউন উঠলেই ফের থাবা বসাবে করোনা। নিজেকে সুরক্ষিত রাখতে ওয়ার্ক ফর্ম হোমের ওপরেই জোর দেওয়ার পরামর্শ দিচ্ছে WHO। একই সঙ্গে চিনের করোনা মোকাবিলারও প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্য দেশগুলিকেও সেই পন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছে তাঁরা। 

আরও পড়ুন: কলকাতাগামী সমস্ত উড়ান বন্ধ করতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে  আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪১৫। একধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়েছে অনেকটাই। একদিনেই নতুন করে ৮১ জনের দেহে সংক্রমণের হদিশ মিলেছে। যা রীতিমতো ভয়ঙ্কর। রাজস্থানে নতুন করে তিনজনের শরীরে ভাইরাস ধরা পড়েছে। কেরলে নতুন করে ১৫ জন আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে গুজরাত, রাজস্থান, পঞ্জাব। দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। 

English Title: 
not only lockdown, you have to keep an eye on health safety, message from WHO
News Source: 
Home Title: 

শুধু লকডাউনেই রোখা যাবে না করোনা, নজর দিতে হবে স্বাস্থ্য সুরক্ষার দিকেও, বার্তা WHO-এর

শুধু লকডাউনেই রোখা যাবে না করোনা, নজর দিতে হবে স্বাস্থ্য সুরক্ষার দিকেও, বার্তা WHO-এর
Yes
Is Blog?: 
No
Section: