পথচলতি মানুষের থেকে ফোন চেয়ে মুজরার বুকিং! তারপর...(বাকিটা ভিডিওতে)

মুজরার অর্ডার নিয়েছেন এক যুবতী। আর সেই অর্ডার অনুসারে কোথায় এবং কখন বাকি সদস্যদের পাঠাতে হবে তা নিয়েই চিন্তিত তিনি। এদিকে, তাঁর ফোনটি পুলিস তাদের সার্ভিলেন্সে রেখেছে। আর এর ফলেই তাঁর পক্ষে নিজের ফোন থেকে কল করে ডিল পাকা করতে পারছেন না তিনি। কারণ গোটা বিষয়টিই যে বেআইনী।

Updated By: Aug 28, 2016, 04:45 PM IST
পথচলতি মানুষের থেকে ফোন চেয়ে মুজরার বুকিং! তারপর...(বাকিটা ভিডিওতে)

ওয়েব ডেস্ক : মুজরার অর্ডার নিয়েছেন এক যুবতী। আর সেই অর্ডার অনুসারে কোথায় এবং কখন বাকি সদস্যদের পাঠাতে হবে তা নিয়েই চিন্তিত তিনি। এদিকে, তাঁর ফোনটি পুলিস তাদের সার্ভিলেন্সে রেখেছে। আর এর ফলেই তাঁর পক্ষে নিজের ফোন থেকে কল করে ডিল পাকা করতে পারছেন না তিনি। কারণ গোটা বিষয়টিই যে বেআইনী।

অবশেষে কী আর করা। পথ চলতি দাদা, দিদিদের কাছেই হাত পাতা। প্রথমে কারণটা না বলায় কয়েকজন রাজিও হয়ে যান তাঁদের ফোনটি ব্যবহার করতে দেওয়ার জন্য। কিন্তু ফোনটি দেওয়ার পরই ধাক্কা। ব্যক্তিগত সেই ফোন থেকে সোজা মুজরার বুকিং শুরু। অত্যন্ত বিরক্ত হয়েই ওই ফোনগুলির মালিকরা তাঁর কাছ থেকে ফোন চেয়ে নেন। যদিও, পরে জানতে পারেন তাঁরা সকলেই বোকা হয়েছেন। দূরে ক্যামেরা সেট করে গোটা বিষয়টি সাজানো হয়েছিল। আর তাঁরা তাতেই বোকা হয়েছেন।

ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মাত্রই বর্তমানে তা ভাইরাল-

 

 

.