বিহারের পূর্ণিয়ায় যাত্রী বোঝাই বাস উলটে মৃত ১, আহত ১৩
জানা গিয়েছে, বিহারের মুজাফ্ফরপুর থেকে শিলিগুড়ি আসছিল এই যাত্রী বোঝাই বাসটি। ওই বাসে ছিলেন অন্তত ৪৫ জন যাত্রী।
নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি আসার পথে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা লেগে উলটে যায় একটি যাত্রী বোঝাই বাস। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যাত্রীর। ঘটনায় গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন যাত্রী। সোমবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া বাস স্ট্যান্ডের কাছে।
জানা গিয়েছে, বিহারের মুজাফ্ফরপুর থেকে শিলিগুড়ি আসছিল এই যাত্রী বোঝাই বাসটি। ওই বাসে ছিলেন অন্তত ৪৫ জন যাত্রী। সোমবার ভোর রাতে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে পূর্ণিয়া বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় ওই বাসটি। কোনও রকমে বাসের জানলা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকেন যাত্রীরা। বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
Bihar: One dead & thirteen injured after the bus they were travelling in met with an accident near Purnia bus stand, earlier today. Police says,"the bus caught fire after the accident. We are trying to ascertain the number of people who were inside the bus." pic.twitter.com/R1hr8kCcHX
— ANI (@ANI) August 5, 2019
আরও পড়ুন: কাশ্মীর নিয়ে উত্কন্ঠার মধ্যেই লোক কল্যাণ মার্গে জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী!
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিসের একটি দল। পুলিস সূত্রে খবর, উলটে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় আহতদের নীকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।