Nepal পুলিসের ছোড়া গুলিতে মৃত ভারতীয় যুবক, ঘটনায় উত্তপ্ত সীমান্ত
কেন হঠাৎ Nepal Police তাদের উপর গুলি ছুড়ল তা জানা চেষ্টা করছে যোগীরাজ্যের পুলিস।
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার গভীর রাতে Nepal পুলিসের ছোড়া গুলিতে মৃত্যু ভারতীয় যুবক। যে ঘটনায় হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে যোগীরাজ্যের উত্তরপ্রদেশ Nepal সীমান্ত। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিসবাহিনী। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সশস্ত্র জওয়ান।জানা গিয়েছে, নিহতের নাম গোবিন্দ সিংহ (২৬)। নিখোঁজ ১।
জানা গিয়েছে, রাঘবপুরী টিলা নম্বর ৪ গ্রাম থেকে নেপালের বেলোরি বাজারে গিয়েছিলেন তিন বন্ধু- গোবিন্দ সিংহ, গুরমিত সিংহ এবং পাপ্পু সিংহ। সেখানেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন গোবিন্দ।
একজন কোনও রকম পালিয়ে ভারতে ফিরেছেন। অন্যজন এখনও নিখোঁজ। ঘটনায়, উত্তপ্ত হয়ে উঠেছে ওই গ্রাম। গ্রামবাসীদের শান্ত করতে মোতায়েন করা হয় পুলিসবাহিনী। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোনওরকমে বেঁচে ফিরে আসা যুবককে। কেন হঠাৎ নেপাল পুলিস তাদের উপর গুলি ছুড়ল তা জানা চেষ্টা করছে যোগীরাজ্যের পুলিস।