কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় টানা গোলাগুলি পাকিস্তানের, শহিদ জওয়ান-কিশোর সহ ৪
গত তিন ধরে চেনার নদীর পাড় বরাবর আখনুর থেকে আর এস পুরা সেক্টর ও কৃষ্ণঘাঁটি এলাকায় গোলাগুলি চালাচ্ছে পাক সেনা
নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের পর শনিবারও আঘাত হানল পাকিস্তান। শনিবার জম্মু ও কাশ্মীরে পাক রেঞ্জার্সদের গুলিতে শহিদ হলেন এক বিএসএফ জওয়ান। একইসঙ্গে প্রাণ হারালেন ১৫ বছরের এক কিশোর সহ মোট তিন জন। নিয়ন্ত্রণরেখায় জম্মু ও কাশ্মীরের তিনটি জেলায় গুলি চালাচ্ছে পাকিস্তান। আজ কৃষ্ণঘাঁটি এলাকায় ওই বিএসএফ জওয়ান পাক গুলিতে আহত হন। পরে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন-রক্ত লেগে 'নোংরা' হবে গাড়ি! আহত দুই কিশোরকে হাসপাতালে নিয়ে গেল না পুলিস
গত তিন ধরে চেনার নদীর পাড় বরাবর আখনুর থেকে আর এস পুরা সেক্টর ও কৃষ্ণঘাঁটি এলাকায় গোলাগুলি চালাচ্ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। তার পরেও গত দশ দিনে মোট দশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
সেনা সূত্রে সংবাদ মাধ্যমের খবর, পাক সেনার মূল লক্ষ্যই হল সাধারণ নাগরিক ও ফসলের উপরে হামলা করা। ইতিমধেই ওই তিন জেলা থেকে ১০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এস পুর, কাটুয়া ও সাম্বার বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষ বিভিন্ন অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। শুক্রবার ২ জওয়ান ও ২ সাধারণ নাগরিক পাক সেনার গুলিতে নিহত হয়েছিলেন।