অনলাইনেই মধুচক্রের রমরমা আসর, গ্রেফতার ২
অনলাইনে দেহব্যবসার বড়সড় চক্রের হদিশ পেল পুলিস। মধুচক্রের আসর থেকে উদ্ধার করা হল তিন যুবতীকে। ঘটনাটি হায়দরাবাদের।
![অনলাইনেই মধুচক্রের রমরমা আসর, গ্রেফতার ২ অনলাইনেই মধুচক্রের রমরমা আসর, গ্রেফতার ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/16/102441-proststory.jpg)
নিজস্ব প্রতিবেদন : অনলাইনে দেহব্যবসার বড়সড় চক্রের হদিশ পেল পুলিস। মধুচক্রের আসর থেকে উদ্ধার করা হল তিন যুবতীকে। ঘটনাটি হায়দরাবাদের।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে রাচাকোন্ডা এলাকায় মধুচক্রের আসরে হানা দেয় পুলিস। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় তিন যুবতীকে। একইসঙ্গে এই দেহব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় দুজনকে। বাজেয়াপ্ত করা হয় তাদের সঙ্গে থাকা ফোনগুলিও।
আরও পড়ুন, প্রেমিকের সঙ্গে দেখে ফেলায়, নিজে হাতেই মেয়ের নলি কেটে খুন করল মা
প্রাথমিক তদন্তের পর জানা গেছে, অনলাইনে এই মধুচক্রের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এক সহকারী পরিচালক ও তাঁর সহযোগীও। অভিযোগ, তাঁরাই সিনেমায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দেহব্যবসায় টেনে আনত যুবতীদের।