Opposition Alliance | INDIA: INDIA-র পরবর্তী বৈঠক মুম্বইয়ে, জোট চালাবে স্টিয়ারিং কমিটি

পাশাপাশি খাড়গে জানিয়েছেন যে এই জোটের আগামী মিটিং হবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। জানা গিয়েছে সেখানে ১১ জনের একটি স্টিয়ারিং কমিটি গঠিত হবে এই জোটের পরিচালনার জন্য। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই জোটের ক্যাম্পেন ম্যানেজমেন্টের জন্য একটি কমিটি গঠিত হবে দিল্লিতে।

Updated By: Jul 18, 2023, 04:58 PM IST
Opposition Alliance | INDIA: INDIA-র পরবর্তী বৈঠক মুম্বইয়ে, জোট চালাবে স্টিয়ারিং কমিটি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জি ২৪ ঘণ্টার খবরে সিলমোহর। আবসেশে সামনে এল বিরোধী জোটের নাম। ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। জানা গিয়েছিল যে শুরুতে সিদ্ধান্ত হয় যে এই জোটের নাম হবে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই নামে আপত্তি জানায় তৃণমূল কংগ্রেস। এনডিএ জোটের নামের সঙ্গে মিল থাকায় দুটি শব্দের পরিবর্তন চায় তাঁরা। তাঁকে মান্যতা দিয়েই বৈঠকে সিদ্ধান্ত হয় যে ডেমোক্র্যাটিক শব্দটির বদলে জোটের নামে থাকবে ডেভেলপমেন্টাল শব্দটি।

আরও পড়ুন: সমুদ্র সফেন 'ঝিনুক' বিমানবন্দর! বিশ্বের মধ্যে অভিনব, উদ্বোধন মোদীর...

পাশাপাশি খাড়গে জানিয়েছেন যে এই জোটের আগামী মিটিং হবে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে। জানা গিয়েছে সেখানে ১১ জনের একটি স্টিয়ারিং কমিটি গঠিত হবে এই জোটের পরিচালনার জন্য। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যে এই জোটের ক্যাম্পেন ম্যানেজমেন্টের জন্য একটি কমিটি গঠিত হবে দিল্লিতে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে পার্থক্যের কথা স্বীকার করেছেন। তবে উল্লেখ করেছেন যে এই পার্থক্যগুলি বড় নয় যে সাধারণ মানুষের স্বার্থে এগুলিকে পিছনে রাখা যাবে না। বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিনে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতা বা প্রধানমন্ত্রী পদে আগ্রহী নয়।

আরও পড়ুন: Opposition Meeting | INDIA: 'ন্যাশনাল' ও 'ডেমোক্র্যাটিক', দুই শব্দে আপত্তি তৃণমূলের! বদলাবে INDIA?

বৈঠকে তিনি বলেন, ‘এই বৈঠকে আমাদের উদ্দেশ্য নিজেদের জন্য ক্ষমতা লাভ করা নয়। এটা আমাদের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচার রক্ষা করা’। আমরা সচেতন যে রাজ্য স্তরে, আমাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলি আদর্শগত নয়’।

তিনি বলেন, ‘এই পার্থক্যগুলি এত বড় নয় যে আমরা সাধারণ মানুষ এবং মুদ্রাস্ফীতির কারণে ভুগছে এমন মধ্যবিত্তের জন্য, আমাদের যুবকদের জন্য যারা বেকারত্বে ভুগছে, দরিদ্রদের স্বার্থে, অথবা দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু যাদের অধিকার পর্দার আড়ালে চুপচাপ চুরমার করা হচ্ছে তাদের স্বার্থে পিছনের সারিতে রাখতে পারি না’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.