উঠে গেল ৮ সাংসদের ধর্না, সাসপেনশন না তুললে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা বিরোধীদের
ডেরেক ওব্রায়েন-সহ ৮ বিরোধী সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবির পাশাপাশি আরও দুটি দাবি করেছেন গুলাম নবি
![উঠে গেল ৮ সাংসদের ধর্না, সাসপেনশন না তুললে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা বিরোধীদের উঠে গেল ৮ সাংসদের ধর্না, সাসপেনশন না তুললে রাজ্যসভার অধিবেশন বয়কটের ঘোষণা বিরোধীদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/09/22/276354-1.gif)
নিজস্ব প্রতিবেদন: আট বিরোধী সাংসদের সাসপেনশন তুলতে হবে। তা না করলে রাজ্যসভার অধিবেশন বয়কট করবে বিরোধীরা। জানিয়ে দিলেন, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ। এছাড়াও রয়েছে বিরোধীদের আরও দুই দাবি। এভাবেই সরকারের ওপরে চাপের রাজনীতি জিইয়ে রাখল বিরোধীরা।
আরও পড়ুন-'রিয়া তোমায় ডাকছে', মাদক জালে দীপিকার নাম উঠতেই মশকরায় মেতে উঠলেন নেটিজেনরা
এদিকে, মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই বিরোধী সাংসদদের সাসপেনশন তুলে নেওয়ার দাবি করে সভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। পরে বেরিয়ে আসে তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। এরপরেই বিরোধী সাংসদরা তাদের ধর্না তুলে নেন। যেহেতু অধিবেশেনই বিরোধীরা যোগ দিচ্ছে না সেহেতু ধর্নার কোনও অর্থ হয় না।
আরও পড়ুন-বরখাস্ত সাংসদের চা খাওয়ালেন হরিবংশ, বিহার-প্রসঙ্গ তুলে 'গরু রচনা' প্রধানমন্ত্রীর
ডেরেক ওব্রায়েন-সহ ৮ বিরোধী সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবির পাশাপাশি আরও দুটি দাবি করেছেন গুলাম নবি। একটি হল, সরকার ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য বেঁধে দিয়েছে তার কমে যেন বেসরকারি সংস্থা ফসল কেনে, ন্যূনতম সহায়ক মূল্য স্বামীনাথান কমিটির সুপারিশ মতো হতে হবে। তৃতীয়ত, ফুড কর্পোরেশন ও সরকারকে নিশ্চিত করতে হবে যেকোনও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেন কৃষক পায়।