কোনও পক্ষের জয় পরাজয় নয়, আদতে জয় জলবায়ুর, প্যারিস সম্মেলন নিয়ে বললেন মোদী

বিশ্ব জলবায়ু সম্মেলনের খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারত। টুইটারে প্যারিস এগ্রিমেমেন্ট নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে জলবায়ু পরিবর্তন কে প্রতিটি দেশই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এই এগ্রিমেন্টে কোনও নির্দিষ্ট পক্ষের হার বা জিত হয়নি। আদতে জয় হয়েছে জলবায়ুর।

Updated By: Dec 13, 2015, 04:15 PM IST
কোনও পক্ষের জয় পরাজয় নয়, আদতে জয় জলবায়ুর, প্যারিস সম্মেলন নিয়ে বললেন মোদী
প্যারিসে জলবায়ু সম্মেলনের সময় এভাবেই অভিনব কায়দায় প্রতিবাদ হয়েছিল।

ওয়েব ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলনের খসড়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারত। টুইটারে প্যারিস এগ্রিমেমেন্ট নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে জলবায়ু পরিবর্তন কে প্রতিটি দেশই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এই এগ্রিমেন্টে কোনও নির্দিষ্ট পক্ষের হার বা জিত হয়নি। আদতে জয় হয়েছে জলবায়ুর।

 

জলবায়ু পরিবর্তন এখনও একটি চ্যালেঞ্জ, কিন্তু প্যারিস চুক্তি দেখিয়ে দিল কেমন করে প্রতিটি দেশ এই চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং সমধানের পথ খুঁজছে।

প্যারিস চুক্তি কারও হার বা জিত নয়। জলবায়ুর প্রতিই সুবিচার হয়েছে। আমরা প্রত্যেকেই সবুজ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করছি।

 

.