দেশে এই প্রথম একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার ছাড়াল, বিশ্বে মোট প্রায় ১ কোটি
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা হানায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৩০১ জন।
নিজস্ব প্রতিবেদন: রোজ নতুন রেকর্ড গড়ছে নোভেল করোনা। গত ২৪ ঘন্টায় ফের সারা দেশে আক্রান্ত ১৭ হাজার ২৯৬। যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের।
ভারতে এপর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার ৪০১। এমনটাই তথ্য মিলেছে কিছু সংবাদমাধ্যম মারফত। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা হানায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ৩০১ জন। তবে আগের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। এপর্যন্ত দেশে মোট ২ লক্ষ ৮৫ হাজর ৬৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনার নিরিখে এখনও শীর্ষে মহারাষ্ট্র। ঠাকরে রাজ্যে করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৭ হাজার ৭৪১ জন। সে রাজ্যে নোভেলে প্রাণ গিয়েছে ৬ হাজার ৯৩১ জনের। ২৪ ঘন্টায় সেখানেও সর্বোচ্চ ৪ হাজার ৮৪১ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
আরও পড়ুন: ১৫ জুলাইয়ের মধ্যে CBSE-ICSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল, জানিয়ে দিল শীর্ষ আদালত
বাণিজ্যনগরের পরেই বেহাল রাজধানী। দিল্লিতে মোট করোনা আক্রান্ত ৭৩ হাজার ৭৮০ জন। মৃত ২ হাজার ৪২৯। গত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে ৩ হাজার ৩৯০ জন আক্রান্তর খোঁজ মিলেছে। ২৪ ঘন্টায় মৃত ৬৯।
এরপরেই স্থান তামিলনাড়ুর। সেরাজ্যের পরিস্থিতিও ভয়ঙ্কর। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত এপর্যন্ত ৭০ হাজার ৯৭৭ জন। স্বস্তির খবর এরাজ্যে মৃতের হার কম। মৃত মোট ৯১১ জন। তবে সেখানেও গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩ হাজার ৫০৯। যার মধ্যে ২০০০ আক্রান্তর ঠিকানা চেন্নাই।
সারা বিশ্বে করোনা বিধ্বস্ত দেশ হিসেবে ভারতের স্থান চতূর্থ। সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত প্রায় ১ কোটির দোরগোড়ায়, ৯৭ লক্ষ ১৪ হাজার ৮৬০। মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯১ হাজার ৮৫৬।