গাড়ির চালক ও আপ্তসহায়ককে নামিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেপাত্তা হন চিদাম্বরম
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় দিল্লিতে গাড়ির চালক ও আপ্তসহায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন চিদাম্বরম। এর পর ফোন বন্ধ করে নিজেই গাড়ি চালিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।
নিজস্ব প্রতিবেদন: আইএনএক্স মিডিয়া প্রতারণা মামলা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই ও ইডি। ইতিমধ্যে জারি হয়েছে লুক আউট নোটিস। চিদাম্বরমের দেশ ছাড়ার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। তারই মধ্যে মঙ্গলবার সন্ধে থেকে বেপাত্তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, ফোন বন্ধ করে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছেন তিনি। তার ওপর বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, এদিন অন্তত আর চিদাম্বরমের আগাম জামিনের আবেদনের শুনানির সম্ভাবনা আর নেই।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় দিল্লিতে গাড়ির চালক ও আপ্তসহায়ককে গাড়ি থেকে নামিয়ে দেন চিদাম্বরম। এর পর ফোন বন্ধ করে নিজেই গাড়ি চালিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।
ওদিকে মঙ্গলবার সন্ধ্যায় চিদাম্বরমের বাড়ির সামনে নোটিস দেয় সিবিআই। তাতে ২ ঘণ্টার মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়। কিন্তু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মেলেনি। এর পর দিল্লি - এনসিআর-এ এক ডজনের বেশি ঠিকানায় চিদাম্বরমের খোঁজে তল্লাশি চালায় সিবিআই ও ইডি। কিন্তু কোথাও খোঁজ মেলেনি তাঁর।
সুপ্রিম কোর্টে চিদাম্বরম ধাক্কা খেতেই তড়িঘড়ি ক্যাভিয়েট দাখিল করল ইডি ও সিবিআই
আইএনএস মিডিয়া প্রতারণা মামলায় চিদাম্বরমকে মূল পান্ডা হিসাবে উল্লেখ করেছে দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার এই মন্তব্য করে চিদাম্বরমকে আগাম জামিন দিতে অস্বীকার করেন বিচারপতি। এর পরই চিদাম্বরমকে গ্রেফতার করে উঠে পড়ে লাগে তদন্তকারী সংস্থাগুলি।
চিদাম্বরমের আগাম জামিনের শুনানির জন্য বুধবার দিনভর সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেন তাঁর আইনজীবীরা। কিন্তু কাজের কাজ হয়নি। এমনকী চিদাম্বরমের গ্রেফতারির ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।