এই নিয়ে এই বছরে ৩২০০ বার সংঘর্ষবিরতি আইন অমান্য করল পাকসেনারা!
প্ররোচনা ছাড়াই গোলাগুলি ছুঁড়ল পাক
Updated By: Nov 10, 2020, 01:30 PM IST
নিজস্ব প্রতিবেদন: আবার জম্মু ও কাশ্মীরে ধুন্ধুমার।
পাওয়া গেল গুলির শব্দ, বারুদের গন্ধ।
আজ, মঙ্গলবার জম্মু কাশ্মীরের সাহাপুর, কিরনি এবং কোয়াসবা জেলায় সকাল সাড়ে দশটা নাগাদ ফের একবার সংঘর্ষবিরতি আইন অমান্য করল পাকসেনারা। বিশেষ সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে পাকিস্তান এই নিয়ে মোট ৩২০০ বার সংঘর্ষবিরতি আইন অমান্য করল।
সূত্রের খবর, কোনও রকম প্ররোচনা ছাড়াই পাকসেনারা আজ সকালে এই অঞ্চলে গোলাগুলি ছুঁড়তে শুরু করে। তবে ভারতীয় সেনারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আরও পড়ুন: বাস্তবের ফল যাই হোক! এই জায়গায় এখনই নীতিশ কুমারকে হারিয়ে বিহার জিতেছেন তেজস্বী