মাঝরাতে দেশের রাজধানীতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ Slogan, আটক পাঁচ

রাতের দিকে ওই এলাকায় Bike Race করছিল কয়েকজন। 

Updated By: Jan 24, 2021, 03:28 PM IST
মাঝরাতে দেশের রাজধানীতে ‘পাকিস্তান জিন্দাবাদ’ Slogan, আটক পাঁচ

নিজস্ব প্রতিবেদন- দেশের রাজধানীতে পাকিস্তান জিন্দাবাদ Slogan। প্রজাতন্ত্র দিবসের আগে এমন ঘটনায় Delhi-তে হইচই পড়েছে। দিল্লির খান মার্কেট মেট্রো স্টেশন-এর বাইরে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠার খবর পেয়েছিল পুলিস। তার পর এলাকায় পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। শনিবার গভীর রাতে ওই এলাকায় কয়েকজন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিস। রাতের দিকে ওই এলাকায় Bike Race করছিল কয়েকজন। তখনই চেঁচিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলে কয়েকজন।

এখনও পর্যন্ত পাঁচজকে আটক করেছে পুলিস। তাঁদের মধ্যে তিনজন মেয়ে। তুঘলক রোড থানায় কেউ একজন ফোন করে পুলিসকে খবর দিয়েছিল। তার পর আর দেরি করেনি পুলিস। থানায় এনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় Delhi Police. জানা যায়, অভিযুক্তদের মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা রয়েছে। এছাড়া বাকিরা প্রত্যেকেই বিদেশি। অভিযুক্তরা প্রত্যেকেই বাইকে চেপে India Gate দেখার জন্য বেরিয়েছিল। নিজেদের মধ্যে Race করার সময় তাঁদের মধ্যে কেউ বা কারা খুব জোরে চেঁচিয়ে ওই স্লোগান দিতে থাকে। আশেপাশে থাকা লোকজনও সেই স্লোগান শুনে অবাক হয়ে যায়।

আরও পড়ুন-  'ছেলেকে বোঝান', এবার PM Modi-র মা'কে চিঠি লিখলেন কৃষকরা

পুলিস জানতে পেরেছে, নিজেদের মধ্যে রেস করার সময় অভিযুক্তরা একে অপরের দেশের নামে স্লোগান দিচ্ছিল। তখনই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান বেরিয়ে আসে একজনের মুখ থেকে। পুলিস আন্দাজ করছে, এই ঘটনার পিছনে গুরুতর কোনও ষড়যন্ত্র নেই। 

.