পাল্টা গুলিতে কোণঠাসা; ২ সেনার মৃতদেহ উদ্ধার করতে সাদা পতাকা দেখাতে বাধ্য হল পাক সেনা, দেখুন

ওই ঘটনার পরেও শিক্ষা নেয়নি পাকিস্তান। শনিবার ফের তার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক রেঞ্জার্স

Updated By: Sep 14, 2019, 01:07 PM IST
পাল্টা গুলিতে কোণঠাসা; ২ সেনার মৃতদেহ উদ্ধার করতে সাদা পতাকা দেখাতে বাধ্য হল পাক সেনা, দেখুন

নিজস্ব প্রতিবেদন: সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাতে গিয়ে কোণঠাসা পাকিস্তান। ভারতের পাল্টা জবাবে ঘাড় কাত করতে বাধ্য হল পাক সেনা। বুধবার জম্মু ও কাশ্মীরের হাজিপুর সেক্টরের ঘটনা।

আরও পড়ুন-‘তেল দৈত্য’ অ্যারমকোয় ভয়াবহ আগুন, ড্রোন হানা চালানো হয়েছে দাবি সৌদি আরবের 

এদিন পাক সংঘর্ষ বিরতির জবাব দিতে গিয়ে তুমুল গুলিবর্ষণ করে ভারত। নিহত হয় ২ পাক সেনা। তাতেই বিপাকে পড়ে যায় তারা। ভারতীয় সীমানা থেকে গোলাগুলির চোটে তারা তাদের সেনাদের দেহ সরিয়ে নিয়ে যাওয়া দুস্কর হয়ে ওঠে। বাধ্য হয়েই তারা সাদা পতাকা দেখাতে থাকে।

পাক সেনার সাদা পতাকা দেখে গোলাগুলি থামায় ভারত। তার পরেই ২ সেনার দেহ তুলে নিয়ে যায় পাক সেনা। সেই ছবি এখন ভাইরাল হয়েছে সংবাদমাধ্যমে।

এদিকে, ওই ঘটনার পরেও শিক্ষা নেয়নি পাকিস্তান। শনিবার ফের তার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাক রেঞ্জার্স। গুলি চালানে হয় বালাকোট, মানধার সেক্টরে। পাল্টা জবাব দিয়েছে ভারতও।

আরও পড়ুন-চুরি করতে এসে গুছিয়ে রান্নাবান্না করে খেল চোরের দল! তারপর বাড়ি 'ফাঁকা' করে চম্পট

গত ৮ সেপ্টেম্বর রাজৌরির নওসেরা ও সু্ন্দরবনি সেক্টরে গুলি চালায় পাক সেনা। এদিন ২৪ ঘণ্টার মধ্যে মোট ৫ বার সংঘর্ষ বিরতি চুক্তি লহ্ঘন করে গুলি চালায় পাক সেনা।

.