রাতে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ল ড্রোন; পঞ্জাবের ফিরোজপুরে চলছে তল্লাশি, সতর্ক বিএসএফ
গত মাসে পঞ্জাব সীমান্তে দুটো পাকিস্তানি ড্রোন উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী
নিজস্ব প্রতিবেদন: ড্রোনে চাপিয়ে পাকিস্তান থেকে পঞ্জাবে অস্ত্র পাচারের চেষ্টা হয়েছিল আগেই। এবার ফের পঞ্জাব সীমান্তে দেখা মিলল পাক ড্রোনের। এনিয়ে জোর তত্পরতা শুরু হয়েছে ফিরোজপুর সীমান্তে। সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনীকে।
আরও পড়ুন-‘মন কি বাত’ যেন ‘মৌন কি বাত’ না হয়ে দাঁড়ায়, বাক স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি থারুর
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ফিরোজপুরের হুসেনিওয়ালা বর্ডারে দেখা যায় একটি ড্রোনের। সীমান্ত ঘেঁসে উড়তে উড়তে সেটি কয়েকবার ঢুকে পড়ে ভারতীয় সীমানায়। রাত ১২.২৫ নাগাদ সেটিকে ফের উড়তে দেখা যায়।
বিষয়টি জেলা পুলিসকে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। তার পরে শুরু হয়েছে তল্লাশি। মঙ্গলবার সকালেও তল্লাশি চালায় বিএসএফ ও পঞ্জাব পুলিস। সঙ্গে রয়েছেন গোয়েন্দারা। খুঁজে দেখা হচ্ছে আইএসআই বা পাক চোরা কারবারিরা কোনও অস্ত্র বা মাদক পাচর করছে কিনা।
আরও পড়ুন-বিজয়া দশমী কোন 'বিজয়'কে চিহ্নিত করে? জেনে নিন আজকের দিনের তাত্পর্য
উল্লেখ্য, গত মাসে পঞ্জাব সীমান্তে দুটো পাকিস্তানি ড্রোন উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি পাক সীমান্ত থেকে চোরাচালান হওয়া বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে বিএসএফ। ফলে মনে করা হচ্ছে ফের অস্ত্র পাঠানোর উদ্দেশে ওড়ানো হচ্ছে ড্রোন।