জোড় বিজোড়ের প্রতিবাদে পার্লামেন্টে সাংসদরা কেউ এলেন ঘোড়ায়, কেউ এলেন সাইকেলে
দূষণ নিয়ন্ত্রণ করতে দিল্লির রাজপথে চলছে অড-ইভেন নিয়ম। এই নিয়মের প্রতিবাদ করতে অভিনব পন্থা নিলেন বিজেপি সাংসদরা। একদিকে সাংসদ রাম প্রসাদ শর্মা যখন পার্লামেন্টে এলেন ঘোড়ায় চেপে, তখন অন্যদিকে মনোজ তিওয়ারি এলেন সাইকেলে চেপে।
ওয়েব ডেস্ক: দূষণ নিয়ন্ত্রণ করতে দিল্লির রাজপথে চলছে অড-ইভেন নিয়ম। এই নিয়মের প্রতিবাদ করতে অভিনব পন্থা নিলেন বিজেপি সাংসদরা। একদিকে সাংসদ রাম প্রসাদ শর্মা যখন পার্লামেন্টে এলেন ঘোড়ায় চেপে, তখন অন্যদিকে মনোজ তিওয়ারি এলেন সাইকেলে চেপে।
পার্লামেন্টে সাংসদ আসছেন সাইকেলে চড়ে। এমন দৃশ্য দেখে তাঁর কারণ জানতে চাওয়া হলে মনোজ তিওয়ারি বলেন, 'আমি অড-ইভেন রুল মেনে চলছি। আমার গাড়ি জোড় নম্বরের আর আজ বিজোড় নম্বরের দিন তাই আমাকে এভাবে আসতে হয়েছে। আমি বলছি না সকলে এটা করুক। তবে যারা ইচ্ছুক তাঁরা আসতেই পারেন।' অরবিন্দ কেজরিলালের অড-ইভেন নীতির প্রতিবাদ জানাতে বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মা আসেন ঘোড়ায় করে। তাঁর সাফাই, তাঁর গাড়ি ইভেন নম্বরের তাই ঘোড়া ছাড়া তাঁর কাছে আর কোনও পথ ছিল না।