কোঝিকোড়ে আজ থেকে শুরু আলোচনা

কোঝিকোড়ে সিপিআইএমের পার্টি কংগ্রেসের আজ দ্বিতীয় দিন। গতকাল, রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সেই রিপোর্টের ওপর আজ আলোচনা শুরু হবে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে এ রাজ্যের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন।

Updated By: Apr 5, 2012, 10:08 AM IST

কোঝিকোড়ে সিপিআইএমের পার্টি কংগ্রেসের আজ দ্বিতীয় দিন। গতকাল, রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। সেই রিপোর্টের ওপর আজ আলোচনা শুরু হবে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে এ রাজ্যের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেবেন।
বুধবার থেকে কেরালার কোঝিকোড়ে শুরু হয়েছে সিপিআইএমের ২০ তম পার্টি কংগ্রেস। দলের সর্বভারতীয় সম্মেলনে হাজির হয়েছেন সারা দেশের সিপিআইএম নেতারা। যদিও অসুস্থতার কারণে পার্টি কংগ্রেসে হাজির হতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দলের পলিটব্যুরোর অন্যতম সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। পার্টি কংগ্রেসর প্রথম দিনে দলের রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেছিলেন সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাত। আজ থেকে সেই রিপোর্টের ওপর আলোচনা করে দলের ভবিষ্যত নীতি ও কর্মপন্থা নির্ধারণ করবেন নেতারা।

.