বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু এক কিশোরের!
সেলফি ক্রমশই বিনোদন থেকে মর্মান্তিক প্রাণহানির কারণ হয়ে উঠেছে। প্রায় রোজই গোটা বিশ্বের কোথাও না কোথাও সেলফির কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনেক জায়গাতেই ইতিমধ্যে সেলফি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সচেতনতা কমছে কোথায়! সেলফির জন্য মৃত্যু তো হয়েই যাচ্ছে।
ওয়েব ডেস্ক: সেলফি ক্রমশই বিনোদন থেকে মর্মান্তিক প্রাণহানির কারণ হয়ে উঠেছে। প্রায় রোজই গোটা বিশ্বের কোথাও না কোথাও সেলফির কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনেক জায়গাতেই ইতিমধ্যে সেলফি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও সচেতনতা কমছে কোথায়! সেলফির জন্য মৃত্যু তো হয়েই যাচ্ছে।
এবার প্রাণ দিতে হলো দশম শ্রেণির এক ছাত্রকে। পাঞ্জাবে মাথায় পিস্তল ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল রামনদীপ নামের এক কিশোরের! রামানদীপের বাবা তাঁর লাইসেন্স করা পিস্তল বাড়িতে রেখে বাইরে যান। পিস্তলটিতে কার্তুজ ভরা ছিল। এই সুযোগে সে পিস্তলটি মাথায় ঠেকিয়ে সেলফি তোলার চেষ্টা করে। কিন্তু সেলফি তুলতে গিয়ে পিস্তলের ট্রিগারে চাপ পড়ে যায়। আর এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।